8 থেকে 9 হাজার টাকার মধ্যে 32 ইঞ্চি HD রেডি Smart TV, সেরা তিন বিকল্প দেখে নিন

Best 3 LED TV 32 inch Smart TV under 8-9 thousand Rupees - দাম 8 হাজার থেকে 9 হাজার টাকার মধ্যে 32 ইঞ্চি HD রেডি Smart TV। এসব টিভিতে দুর্দান্ত ডিসপ্লে, ডলবি সাউন্ড এবং বেজেললেস ডিজাইন দেখা যাবে।

Ankita Mondal 17 Dec 2024 11:14 AM IST

আপনি যদি 8 থেকে 9 হাজার টাকার মধ্যে সেরা ফিচারের সাথে LED স্মার্ট টিভি খোঁজ করে থাকেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা তিনটি দুর্দান্ত টিভি সম্পর্কে বলবো। এগুলোর দাম 8 হাজার থেকে 9 হাজার টাকার মধ্যে। এসব টিভিতে দুর্দান্ত ডিসপ্লে, ডলবি সাউন্ড এবং বেজেললেস ডিজাইন দেখা যাবে। আমাদের আজকের প্রতিবেদনে Infinix, TCL এবং Thomson টিভি অন্তর্ভুক্ত রয়েছে।

Infinix 80 cm (32 inch) HD Ready LED Smart Linux TV 2024 Edition (32Y1S /32Y1A)

ফ্লিপকার্টে এই Infinix TV পাওয়া যাচ্ছে 8,499 টাকায়। ফিচারের কথা বললে, এতে 1366×768 পিক্সেল রেজোলিউশন সহ এইচডি রেডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এর সাউন্ড আউটপুট 16W। সত্যিকারের বেজেল-লেস ফ্রেমের এই টিভিটি লিনাক্স ওএসে চলে। টিভির ব্রাইটনেস লেভেল 250 নিট পর্যন্ত। কোয়াড কোর প্রসেসর সহ এই টিভিতে কানেক্টিভিটির জন্য রয়েছে ওয়াই-ফাই, 2 টি এইচডিএমআই এবং 1 টি ইউএসবি পোর্ট।

TCL L4B 79.97 cm (32 inch) HD Ready LED Smart Android TV 2024 Edition (32L4B)

ফ্লিপকার্টে এই টিভির দাম 8,990 টাকা। এতে কোম্পানি এইচডিআর 10 সহ এইচডি রেডি ডিসপ্লে অফার করছে। এই টিভিতে দুর্দান্ত মেটালিক বেজেল-লেস ডিজাইন দেখা যাবে। এটি 16W অডিও আউটপুট দেবে। ডলবি অডিও এই টিভির সাউন্ড কোয়ালিটি আরও অসাধারণ করে তুলবে। কানেক্টিভিটির জন্য এতে দুটি এইচডিএমআই, একটি ইউএসবি 2.0 সহ সমস্ত স্ট্যান্ডার্ড অপশন আছে।

Thomson Alpha 80 cm (32 inch) HD Ready LED Smart Linux TV (32Alpha007BL)

এই টিভিটি আপনি 8,499 টাকায় অর্ডার করতে পারবেন। এটি ফ্লিপকার্টে বিক্রির জন্য উপলব্ধ। ফিচারের কথা বললে, এতে 1366×768 পিক্সেল রেজোলিউশন সহ এইচডি রেডি ডিসপ্লে আছে। টিভিটি কোয়াড-কোর প্রসেসরে কাজ করে। এর সাউন্ড আউটপুট 30W। আপনি এতে বিল্ট-ইন ওয়াই-ফাই এবং মিরাকাস্টও পাবেন। টিভির বেজেললেস ডিজাইন এর লুককে আরও চমৎকার করে তুলেছে।

Show Full Article
Next Story