এত সস্তা হতে পারে? 10 হাজারের কমে Smart TV বেচছে Flipkart, Amazon: দাম শুরু 6,299 টাকা থেকে

আপনি কি এই পাল্টাতে থাকা সময়ের সাথে তাল মিলিয়ে একটি নতুন স্মার্ট টিভি কিনতে চান? আর এদিকে আপনার বাজেট ১০ হাজার টাকা?...
Anwesha Nandi 15 May 2024 11:09 AM IST

আপনি কি এই পাল্টাতে থাকা সময়ের সাথে তাল মিলিয়ে একটি নতুন স্মার্ট টিভি কিনতে চান? আর এদিকে আপনার বাজেট ১০ হাজার টাকা? তাহলে Amazon এবং Flipkart, উভয় জায়গাতেই রয়েছে কিছু দুর্দান্ত অফার। এইসব অফারে আপনি ৮ হাজার টাকারও কম খরচে ভালো LED Smart TV কিনতে পারবেন – এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি আকর্ষণীয় ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার, ক্যাশব্যাক ইত্যাদি সাশ্রয়ী সুবিধাও কাজে লাগানো যাবে। আসুন, এখন কয়েকটি সস্তায়-সেরা টিভি সম্পর্কে জেনে নেওয়া যাক…

বাজেট ১০ হাজার টাকার কম হলে কিনুন এই তিনটি Smart TV

১. Thomson Alpha 60 cm (24 inch) HD Ready LED Smart Linux TV 2023 Edition (24ALPHA001): এই টিভিটি ফ্লিপকার্ট (Flipkart) থেকে ৬,২৯৯ টাকা দিয়ে কেনা যাবে। এক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড (Flipkart Axis Bank Card) দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত ৫% ক্যাশব্যাক পাবেন। আবার মিলবে ২,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও।

ফিচারের কথা বললে, টেলিভিশনটিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে ও ২০ ওয়াটের অডিও আউটপুট পাওয়া যাবে।

২. Westinghouse 80 cm (32 inches) HD Ready LED TV WH32PL09 (Black): এই টিভিটি অ্যামাজন ইন্ডিয়ায় (Amazon India)-য় বর্তমানে ৭,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এটি কেনার ক্ষেত্রে ৩৭৫ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং সর্বনিম্ন ৩৬৪ টাকার প্রারম্ভিক ইএমআই অপশন কাজে লাগানো যাবে। এর সাথে আছে ২,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসের সুবিধা।

এতে ডায়নামিক কনট্রাস্টযুক্ত ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল ডিসপ্লে এবং ২০ ওয়াটের স্পিকার সেটআপ আছে।

৩. Infinix Y1 80 cm (32 inch) HD Ready LED Smart Linux TV (32Y1): ফ্লিপকার্টে এই টিভির দাম পড়বে ৮,৯৯৯ টাকা। আবার এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে ইএমআইয়ে এটি কিনলে ২ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন, যেখানে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডে পেমেন্ট করলে মিলবে অতিরিক্ত ৫% ক্যাশব্যাক। এছাড়াও পুরোনো টিভি বদলে নিলে ৩,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেবে কোম্পানি।

এই টিভিটিতে বর্তমান ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে ও ২০ ওয়াটের ডলবি স্পিকার।

Show Full Article
Next Story