- Home
- »
- টেলিভিশন »
- সস্তায় লঞ্চ হল 55 এবং 65 ইঞ্চি 4K Smart...
সস্তায় লঞ্চ হল 55 এবং 65 ইঞ্চি 4K Smart TV, মিলবে 50W গমগমে সাউন্ড আউটপুট
আপনি কি এই মুহূর্তে নিজের বাড়ির জন্য কম খরচে স্মার্ট টিভি কিনতে চান? এদিকে আপনার প্রায়োরিটি লিস্টে আছে বড় স্ক্রিন এবং...আপনি কি এই মুহূর্তে নিজের বাড়ির জন্য কম খরচে স্মার্ট টিভি কিনতে চান? এদিকে আপনার প্রায়োরিটি লিস্টে আছে বড় স্ক্রিন এবং লেটেস্ট ফিচারের চাহিদা? ভাবনা নেই, কারণ জনপ্রিয় ব্র্যান্ড Cellecor সম্প্রতি ভারতীয় বাজারে সস্তায় S Series Google Smart TV লঞ্চ করেছে যাতে প্রচুর ফিচার ঠাসা রয়েছে। তাছাড়া নয়া সিরিজটিতে অন্তর্ভুক্ত রয়েছে ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি স্ক্রিন সাইজের টিভি মডেল। সেক্ষেত্রে যারা বাড়িতে বসে থিয়েটারের মতো বিনোদন পেতে চান, তাদের জন্য এই Cellecor স্মার্ট টিভিগুলি সেরা বিকল্প হবে বলেই সংস্থার মত। আসুন, এখন লেটেস্ট Cellecor S Series Google Smart TV সিরিজের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সংক্রান্ত কিছু জরুরি কথা জেনে নিই।
নতুন Cellecor Smart TV-র মূল্য, প্রাপ্যতা
Cellecor-এর নতুন গুগল স্মার্ট টিভি সিরিজের ৫৫ ইঞ্চি মডেলের দাম ৩৯,৯৯৯ টাকা, যেখানে ৬৫ ইঞ্চি মডেলের দাম পড়বে ৪৯,৯৯৯ টাকা। দুটি টিভিই কালো রঙে কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাবে। এক্ষেত্রে এই টিভিগুলি কিনলে কোম্পানির তরফে পাওয়া যাবে ২ বছরের ওয়ারেন্টি।
Cellecor S Series Google Smart TV-র স্পেসিফিকেশন
Cellecor-এর এস সিরিজ স্মার্ট টিভিগুলিতে আল্ট্রা এইচডি (রেজোলিউশন ৩৮৪০×২১৬০ পিক্সেল) ৪কে (4K) ৬০ হার্টজ এলইডি প্যানেল রয়েছে যা দুর্দান্ত ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স প্রদান করবে। এক্ষেত্রে অ্যাপ এবং কন্টেন্ট স্টোরেজের জন্য মিলবে ২ জিবি র্যাম এবং ৮ জিবি মেমরি। আবার সাউন্ড আউটপুটের জন্য টিভিগুলি ৫০ ওয়াট স্পিকার ও ডলবি অ্যাটমস সাউন্ড প্রযুক্তি বহন করবে।
এখানেই শেষ নয়। সেলেকোর এই দুটি টিভিতেই নেটফ্লিক্স (Netflix), প্রাইম ভিডিও (Prime Video), ডিজনি+ হটস্টার (Disney+Hotstar) এবং ইউটিউব (YouTube)-এর মতো জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপগুলি অ্যাক্সেস করা যাবে। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) উভয় মোবাইল অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় ইউজাররা ইচ্ছেমতো টিভিগুলিকে ব্যবহার করতে পারবেন। মিলবে প্যারেন্টাল কন্ট্রোলের ফিচারও।