দাম শুরু মাত্র 7499 টাকা থেকে, 32 ইঞ্চি ও 43 ইঞ্চি স্ক্রিনের দুটি নতুন Smart TV লঞ্চ হল

Daiwa 32 ইঞ্চি মডেলের দাম 7,499 টাকা। এইচডি রেডি এই টিভির মডেল নম্বর D32H1COC। আবার এর 43 ইঞ্চি ফুল এইচডি মডেলের দাম 13,999 টাকা।

Julai Mondal 11 Dec 2024 11:19 PM IST

Daiwa ভারতে বাজেট রেঞ্জে দুটি নতুন টিভি লঞ্চ করল। এই দুই স্মার্ট টিভি 32 ইঞ্চি এবং 43 ইঞ্চি ডিসপ্লে সাইজে এসেছে। এই টিভিগুলিতে আপনি দুর্দান্ত সাউন্ড এবং বেস্ট-ইন-ক্লাস ডিসপ্লে সহ অনেক দুর্দান্ত ফিচার পাবেন। সাথে রয়েছে 20W স্পিকার। আর টিভিটির দাম শুরু হয়েছে মাত্র 7,499 টাকা থেকে। চলুন এদের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Daiwa 32 ইঞ্চি ও 43 ইঞ্চি Smart TV -র দাম

দাইয়ার 32 ইঞ্চি মডেলের দাম 7,499 টাকা। এইচডি রেডি এই টিভির মডেল নম্বর D32H1COC। আবার এর 43 ইঞ্চি ফুল এইচডি মডেলের দাম 13,999 টাকা। ফ্লিপকার্ট থেকে এই টিভিটি কেনা যাবে। এর সাথে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।

Daiwa Smart TV এর ফিচার ও স্পেসিফিকেশন

দাইয়ার টিভিগুলিতে পাতলা বেজেল সহ এজ-টু-এজ ডিজাইন রয়েছে। 32 ইঞ্চি মডেলে রয়েছে 1366×768 পিক্সেল রেজোলিউশনের এইচডি রেডি ডিসপ্লে। আবার 43 ইঞ্চি মডেল 1920×1080 পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে অফার করবে। এই ডিসপ্লে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে আই-কেয়ার মোড এবং 7টি পিকচার মোড উপস্থিত। সাউন্ডের জন্য এই টিভিতে দুটি বক্স স্পিকার রয়েছে।

এই স্পিকারগুলি 20W সাউন্ড আউটপুট দেবে এবং এতে পাঁচটি সাউন্ড মোড উপলব্ধ। আবার এই টিভিতে 512 এমবি র‌্যাম ও 4 জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই টিভিতে প্রাইম ভিডিও, সনি লিভ, Zee5 এবং ইউটিউব অ্যাপ্লিকেশন প্রি-ইনস্টল আছে।

দাইয়ার এই স্মার্ট টিভিতে আপনি মিরাকাস্ট এবং অ্যাপল এয়ারপ্লেও পাবেন। এই ফিচারের মাধ্যমে টিভিতে ফোন এবং ল্যাপটপ থেকে কনটেন্ট চালানো যাবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ওয়াই-ফাই, এভি, এইচডিএমআই এবং ইউএসবি সহ অনেকগুলি বিকল্প।

Show Full Article
Next Story