প্রতি মাসে 799 টাকা দিয়ে পাওয়া যাবে 43 ইঞ্চি Smart TV, ফেরত দিলে 5000 টাকা বাইব্যাক

Dor QLED 4K TV 43 ইঞ্চি স্ক্রিন সাইজ সহ এসেছে। এতে 4K রেজোলিউশন এবং 60Hz রিফ্রেশ রেট সহ কোয়ান্টাম-ডট LED প্যানেল রয়েছে। টিভিটির তিন দিকে পাতলা বেজেল দেখা যাবে।

Julai Mondal 27 Nov 2024 10:27 PM IST

আপনি কি প্রিমিয়াম স্মার্ট টিভি কিনতে চান? কিন্তু বাজেট খুব বেশি নয়? তাহলে এই খবর আপনার জন্য। কারণ স্ট্রিমবক্স মিডিয়া ভারতে আজ Dor QLED 4K TV লঞ্চ করেছে। একে একটি সাবস্ক্রিপশন মডেলের উপর ভিত্তি করে আনা হয়েছে, যেখানে ক্রেতাদের টিভি ব্যবহারের জন্য মাসিক ভাড়া গুনতে হবে। সংস্থার দাবি, এটিই ভারতের প্রথম সাবস্ক্রিপশন মডেলের টিভি। মাসিক সাবস্ক্রিপশনে গ্রাহকরা ২৪টিরও বেশি ওটিটি অ্যাপ এবং ৩০০ টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখার সুবিধা পাবেন। 12 মাস পরে, গ্রাহকরা টিভিটি ফেরত দিতে পারেন এবং 5,000 টাকা পর্যন্ত বাইব্যাক পেতে পারেন।

Dor QLED 4K TV -র দাম এবং সাবস্ক্রিপশন প্ল্যান

Dor 4K QLED টিভির জন্য গ্রাহকদের এককালীন অ্যাক্টিভেশন চার্জ দিতে হবে 10,799 টাকা। এর মধ্যে এক মাসের জন্য সাবস্ক্রিপশন ফি অন্তর্ভুক্ত রয়েছে। এর পরে, 2য় মাস থেকে 12 তম মাস পর্যন্ত, শুধুমাত্র 799 টাকা মাসিক সাবস্ক্রিপশন ফি প্রয়োজন হবে। অর্থাৎ প্রথম বছর টিভিটির জন্য খরচ করতে হবে 19,588 টাকা। মাসিক ফি পরিশোধ না করলে টিভির স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে এবং ফি পরিশোধ করলে আবার আনলক হয়ে যাবে।

12 মাস পর টিভি ফিরিয়ে দিতে পারবেন

প্রথম বছরের পরে, গ্রাহকরা 299 থেকে শুরু হওয়া কাস্টমাইজড প্ল্যানগুলির মধ্যে থেকে তাদের পছন্দসই প্ল্যান বেছে নিতে পারবেন। শুধু তাই নয়, 12 মাস ব্যবহার করার পরে, টিভিটি ফিরিয়ে দেওয়ার সুবিধা রয়েছে, যেখানে 5,000 টাকা পর্যন্ত বাইব্যাক মিলবে। 1 লা ডিসেম্বর থেকে ফ্লিপকার্টে Dor QLED 4K টিভির বিক্রি শুরু হবে।

Dor QLED 4K TV -র স্পেসিফিকেশন ও ফিচার

ডোর কিউএলইডি 4K টিভি 43 ইঞ্চি স্ক্রিন সাইজ সহ এসেছে। এতে 4K রেজোলিউশন এবং 60Hz রিফ্রেশ রেট সহ কোয়ান্টাম-ডট LED প্যানেল রয়েছে। টিভিটির তিন দিকে পাতলা বেজেল দেখা যাবে। সাউন্ডের জন্য পাওয়া যাবে স্টেরিও স্পিকার, যা 40W সাউন্ড আউটপুট এবং ডলবি অ্যাটমস সাপোর্ট করে।

এই টিভিটি ডর ওএসে চলে, যা কোম্পানির নিজস্ব। এতে অ্যামাজন প্রাইম ভিডিও, সোনি লিভ, ডিজনি + হটস্টার এবং জিও সিনেমার মতো প্রায় সমস্ত ওটিটি অ্যাপ্লিকেশন সাপোর্ট করে। এটি 300 টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখার সুবিধা দেবে। আবার 24 টি ওটিটি অ্যাপও ব্যবহার করা যাবে, তবে এরজন্য মাসিক সাবস্ক্রিপশন নিতে হবে। এই টিভিতে ভয়েস সার্চ ফিচার উপস্থিত।

ডোর 4K কিউএলইডি টিভিতে 1.1 গিগাহার্টজ ক্লকযুক্ত কোয়াড-কোর সিএ 55x4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে মালি-জি31 এমপি2 জিপিইউ, 1.5 জিবি র‌্যাম এবং 8 জিবি স্টোরেজ। টিভিটি ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ এসেছে।

এই টিভির সাথে 4 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। এটি কালো রঙের বিকল্পে এসেছে। কোম্পানি জানিয়েছে যে, টিভিটি শীঘ্রই 55 ইঞ্চি এবং 65 ইঞ্চি স্ক্রিন সাইজে পাওয়া যাবে।

Show Full Article
Next Story