Flipkart BBD Sale 2024: ফ্লিপকার্ট অবশেষে আজ ভারতে বিগ বিলিয়ন ডেজ সেলের তারিখ নিশ্চিত করল। ই-কমার্স সাইটির বছরের সবচেয়ে বড় সেল হিসেবে পরিচিত Big Billion Days নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে থাকে। কারণ এই সেলে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট ফ্লাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার সহ সস্তায় কেনা যায়। এছাড়া Flipkart BBD Sale 2024 চলাকালীন ক্রেতারা নো-কস্ট ইএমআই এর সুবিধা নিতে পারবে।
Flipkart Big Billion Days সেলের তারিখ
ফ্লিপকার্ট প্লাস মেম্বারদের জন্য ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল 29 সেপ্টেম্বর 2024 থেকে শুরু হবে। অন্যান্যদের জন্য এই সেল শুরু হবে 30 সেপ্টেম্বর থেকে। ক্রেতারা ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে প্রতিটি কেনাকাটায় 2x সুপার কয়েন পাবেন।
Flipkart Big Billion Days 2024 এর ডিল ও ডিসকাউন্ট অফার
Flipkart Big Billion Days 2024 সেলের জন্য তৈরি মাইক্রোসাইট থেকে জানা গেছে, এই সেলে ইলেকট্রনিক্স ও অ্যাক্সেসরিজে 80 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। আবার আপনি যদি স্মার্ট টিভি কেনার প্ল্যান করেন তাহলে 4K টিভিতে 75 শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।
আরও পড়ুন : রতন টাটার স্বপ্নপূরণ! সুরক্ষিত গাড়ি তৈরির জন্য সেরার শিরোপা জিতল Tata Motors
শুধু তাই নয়, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে iPhone 15 এবং iPhone 14 অনেক কম হবে। স্যামসাং, রেডমি, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস এবং আরও অনেক ব্র্যান্ডের ফোনে ডিসকাউন্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ফ্লিপকার্ট এই সেলেও নো-কস্ট ইএমআই, ব্যাঙ্ক অফার, ক্যাশব্যাক, কুপন ইত্যাদি দেবে।
এর পাশাপাশি ল্যাপটপ, ট্যাবলেট, ইয়ারবাডস, হেডফোন, স্মার্টওয়াচ এবং আরও অনেক কিছু Flipkart Big Billion Days 2024 সেলে কম দামে পাওয়া যাবে।