- Home
- »
- টেলিভিশন »
- 22 হাজার টাকায় ঘরে আনুন 1 লাখ টাকার 55...
22 হাজার টাকায় ঘরে আনুন 1 লাখ টাকার 55 ইঞ্চি Smart TV, এখানে রয়েছে অবিশ্বাস্য ডিল
আপনি যদি পুরানো টিভি পরিবর্তন করে এই দীপাবলিতে বড় স্ক্রিন সাইজের টিভি কিনতে চান তাহলে সেরা সুযোগ। Flipkart এই মুহূর্তে...আপনি যদি পুরানো টিভি পরিবর্তন করে এই দীপাবলিতে বড় স্ক্রিন সাইজের টিভি কিনতে চান তাহলে সেরা সুযোগ। Flipkart এই মুহূর্তে ১ লক্ষ টাকা মূল্যের ৫৫ ইঞ্চি 4K Smart TV বিক্রি করছে ২৩ হাজার টাকারও কম দামে। তবে মনে রাখবেন এটি সীমিত সময়ের অফার। আসুন এই টিভির নাম ও এর উপর কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।
Foxsky 55 inch Ultra HD (4K) টিভি কিনুন ২২ হাজার টাকায়
এখানে আমরা ফক্সস্কি ৫৫ ইঞ্চি আল্ট্রা এইচডি (৪কে) এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির কথা বলছি। এই টিভিটির মডেল নম্বর৫৫ এফএস-ভিএস। এই টিভির এমআরপি ৯৭,৯৯০ টাকা। কিন্তু ফ্লিপকার্টে এই টিভিটি ৬৯,৯৯১ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পরে মাত্র ২৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
আবার ব্যাংক অফারে ১,৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে এটি। এছাড়াও রয়েছে ২,০০০ টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা। আপনি যদি এই দুটি অফারের সম্পূর্ণ সুবিধা নিতে সক্ষম হন তবে এই টিভি মডেলের কার্যকর মূল্য হবে মাত্র ২২,২৪৯ টাকা (₹ ২৫,৯৯৯ - ₹ ১,৭৫০ - ₹ ২,০০০)।
Foxsky 55 inch Ultra HD (4K) টিভির ফিচার
এই টিভিতে রয়েছে ৫৫ ইঞ্চি আল্ট্রা এইচডি ৪কে এলইডি ডিসপ্লে। এতে ফ্রেমলেস ডিজাইন দেখা যাবে। এটি ৩০ ওয়াট সাউন্ড আউটপুট অফার করবে এবং এতে ডলবি অ্যাটমস এবং ডলবি ভিশন সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড টিভি অপারেটিং সিস্টেমে চলেছে। আবার এই টিভিতে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ক্রোমকাস্ট সমর্থন করবে। এছাড়া এতে নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টার এবং ইউটিউব সহ প্রচুর ওটিটি অ্যাপ্লিকেশন সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এই টিভিতে ব্লুটুথ, ওয়াই-ফাই, এইচডিএমআই, ইউএসবি এবং ইথারনেটের মতো অপশন উপলব্ধ।