ঘরেই পাবেন থিয়েটারের মজা, 98 ইঞ্চি স্ক্রিনের Smart TV আনলো জনপ্রিয় এই ব্র্যান্ড

Huawei তাদের সবচেয়ে বড় স্মার্ট টিভি V5 98 ইঞ্চি লঞ্চ করল। এর আগে সংস্থাটি এই সিরিজের অধীনে 75-ইঞ্চি এবং 85-ইঞ্চি ভ্যারিয়েন্ট বাজারে এনেছিল। এটি বর্তমানে…

huawei smart tv v5 98 inch launched with harmonyos and dual driver speaker price specifications

Huawei তাদের সবচেয়ে বড় স্মার্ট টিভি V5 98 ইঞ্চি লঞ্চ করল। এর আগে সংস্থাটি এই সিরিজের অধীনে 75-ইঞ্চি এবং 85-ইঞ্চি ভ্যারিয়েন্ট বাজারে এনেছিল। এটি বর্তমানে ভিমলে কেনার জন্য উপলব্ধ, যার দাম রাখা হয়েছে 36,999 ইউয়ান (প্রায় 4.33 লক্ষ টাকা), তবে 31 আগস্ট পর্যন্ত টিভিটি অফারে 34,999 ইউয়ান (প্রায় 4.10 লক্ষ টাকা) মূল্যে পাওয়া যাবে।

Huawei Smart TV V5 এর স্পেসিফিকেশন ও ফিচার

Huawei Smart TV V5 98 ইঞ্চি মডেলে আছে সুপার মিনিএলইডি আল্ট্রা এইচডি ডিসপ্লে, যা 4K রেজোলিশন, 120Hz রিফ্রেশ রেট, 750 নিট ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ডিসপ্লে প্রাণবন্ত ভিজ্যুয়াল অফার করে।

পারফরম্যান্সের জন্য হুয়াওয়ের এই টিভিতে হংঘু সোয়ান 900 চিপ ব্যবহার করা হয়েছে। আর এটি হারমোনিওএস 4 অপারেটিং সিস্টেমে চলবে। এতে রয়েছে 6 জিবি র‌্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ। সাউন্ডের জন্য এই স্মার্ট টিভিতে আছে ডুয়াল ড্রাইভার স্পিকার সিস্টেম।

টিভিটি নতুন ওয়্যারলেস রিমোট কন্ট্রোলের সাথে এসেছে, যা আরও ভাল নেভিগেশন এবং কন্ট্রোল অফার করবে। এই টিভির কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে এইচডিএমআই 2.0, এইচডিএমআই 2.1, ইউএসবি পোর্ট, ইথারনেট এবং ভয়েস ইনপুট এবং ভিডিও কলিং ক্ষমতা সহ এআই ক্যামেরা। টিভিটির পরিমাপ 2176.2x1256x65 মিমি এবং স্ট্যান্ড ছাড়াই ওজন 63 কেজি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন