- Home
- »
- টেলিভিশন »
- 25 হাজার টাকার কমে 55 ইঞ্চি Smart TV,...
25 হাজার টাকার কমে 55 ইঞ্চি Smart TV, অবিশ্বাস্য ডিল নিয়ে হাজির ফ্লিপকার্ট
iFFALCON by TCL স্মার্ট টিভিতে 4K (3840×2160 পিক্সেল) রেজোলিউশন সহ 55 ইঞ্চি আল্ট্রা এইচডি ডিসপ্লে আছে। সাউন্ডের জন্য এতে রয়েছে 24W ক্ষমতাসম্পন্ন ডুয়েল স্পিকার, যা ডলবি অ্যাটমস সাপোর্ট করবে।
আপনি যদি ঘরে বসেই সিনেমা হলের আমেজ উপভোগ করতে চান তবে আপনি বাড়িতে আনতে পারেন একটি বড় স্ক্রিনের Smart TV। আর এরজন্য লাখ লাখ টাকা খরচ করতে হবে না। অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ক্রেতারা iFFALCON by TCL Smart TV ব্র্যান্ডের একটি বড় স্ক্রিনের টিভি অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এর সাথে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। যারপর টিভিটি 25000 টাকার কমে বাড়ি আনা যাবে
iFFALCON by TCL Smart TV ব্র্যান্ডের এই টিভিটি 55 ইঞ্চি স্ক্রিন অফার করবে এবং এই ডিসপ্লে 4K রেজোলিউশন সাপোর্ট করবে। টিভিতে গুগল টিভি সফ্টওয়্যার স্কিনে চলে। এতে রয়েছে মেটালিক বেজেল-লেস ডিজাইন এবং ডলবি অডিও সাপোর্টসহ ডুয়াল স্পিকার। সেরা ভিজ্যুয়ালের জন্য ডায়নামিক কালার এনহ্যান্সমেন্ট প্রযুক্তিও সাপোর্ট করবে এতে।
বিশেষ দামে কিনুন 55 ইঞ্চি Smart TV
ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এই স্মার্ট টিভি (iFF55U64) ডিসকাউন্ট সহ 25,999 টাকায় তালিকাভুক্ত আছে। আবার এইচডিএফসি ও ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ডে যথাক্রমে 2500 টাকা ও 2000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 1300 ক্যাশব্যাক দেওয়া হচ্ছে, যারপর এই টিভিটি 25,000 টাকার কমে কেনা যাবে।
শুধু তাই নয়, পুরনো টিভি বদলে এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়ার অপশন পাচ্ছেন ক্রেতারা। পুরানো টিভির বর্তমান অবস্থা এবং শর্তের উপর নির্ভর করে সর্বাধিক 3,100 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
iFFALCON by TCL Smart TV এর স্পেসিফিকেশন ও ফিচার
আইফ্যালকনের এই স্মার্ট টিভিতে 4K (3840×2160 পিক্সেল) রেজোলিউশন সহ 55 ইঞ্চি আল্ট্রা এইচডি ডিসপ্লে আছে। সাউন্ডের জন্য এতে রয়েছে 24W ক্ষমতাসম্পন্ন ডুয়েল স্পিকার, যা ডলবি অ্যাটমস সাপোর্ট করবে। টিভিটি গুগল টিভি অপারেটিং সিস্টেমে চলে এবং নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি + হটস্টার এবং ইউটিউব সহ ওটিটি অ্যাপ্লিকেশন এখানে চালানো যাবে। এছাড়াও, এতে প্রচুর কানেক্টিভিটি অপশন রয়েছে।
iFFALCON by TCL স্মার্ট টিভিতে 4K (3840×2160 পিক্সেল) রেজোলিউশন সহ 55 ইঞ্চি আল্ট্রা এইচডি ডিসপ্লে আছে। সাউন্ডের জন্য এতে রয়েছে 24W ক্ষমতাসম্পন্ন ডুয়েল স্পিকার, যা ডলবি অ্যাটমস সাপোর্ট করবে।