- Home
- »
- টেলিভিশন »
- Kodak SE Smart TV: মাত্র 6000 টাকা থেকে...
Kodak SE Smart TV: মাত্র 6000 টাকা থেকে স্মার্ট টিভি আনছে কোডাক, থাকবে খাসা ফিচার
হাতে গোনা কয়েকদিন পরই শুরু হতে চলেছে ক্রিকেটের অন্যতম ইভেন্ট আইপিএল (IPL) ২০২৪। আর এই ইভেন্টকে মাথায় রেখে Kodak লঞ্চ...হাতে গোনা কয়েকদিন পরই শুরু হতে চলেছে ক্রিকেটের অন্যতম ইভেন্ট আইপিএল (IPL) ২০২৪। আর এই ইভেন্টকে মাথায় রেখে Kodak লঞ্চ করতে চলেছে HD LED টিভির নতুন সিরিজ। আজ ৯ই মার্চ Kodak SE সিরিজের ২৪, ৩২ এবং ৪৩ ইঞ্চি টিভিগুলি বাজারে পা রাখতে চলেছে। যেগুলির মাধ্যমে বিনোদনের অভিজ্ঞতা আরও উপভোগ্য হয়ে উঠবে। প্রধানমন্ত্রীর 'Made in india' যোজনার কথা মাথায় রেখে সংস্থাটি আইপিএল ২০২৪ শুরুর আগেই তাদের নতুন টিভিগুলি লঞ্চ করতে চলেছে।
Kodak SE সিরিজের Smart TV-র দাম
Kodak এর ২৪ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চির স্পেশাল এডিশন (SE) টিভি মডেল দুটি ফ্লিপকার্টে ৫,৯৯৯ টাকায় ও ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আর ৩২ ইঞ্চির টিভির দাম রাখা হবে ৮,৪৯৯ টাকা।
Kodak SE সিরিজের Smart TV-র ফিচার
কোডাকের এসই সিরিজের স্মার্টটিভিগুলিতে থাকবে এ৩৫ প্রসেসর। এছাড়াও, এই সিরিজে ২০ ওয়াট (২৪ ইঞ্চি) এবং ৩০ ওয়াটের (৩২ এবং ৪৩ ইঞ্চি) সাউন্ড থাকবে। আর কানেক্টিভিটি হিসেবে পাওয়া যাবে ওয়াইফাই, এইচডিএমআই এবং ইউএসবি পোর্ট।
এদিকে Kodak SE সিরিজের স্মার্টটিভিগুলিতে স্টোরেজ হিসেবে ৫১২ জিবি রম এবং ৪জিবি ব়্যাম ব্যবহার করা হয়েছে। এছাড়াও, ইউটিউব, প্রিমিয়াম ভিডিও, সোনি লিভ, জি ৫-এর মতো বেশ কিছু অ্যাপ প্রিইন্সটল করা থাকবে। আবার, ৩২ এবং ৪৩ ইঞ্চির স্মার্ট টিভি দুটি হবে বেজেল লেস এবং ২৪ ইঞ্চির স্মার্ট টিভিতে খুবই কম বেজেল ব্যবহার করা হবে।