বেজেললেস ডিজাইন সহ সেরা তিন Smart TV, দাম 10-12 হাজার টাকার মধ্যে, পাবেন ডলবি অডিও সাউন্ড

আপনি যদি সাশ্রয়ী মূল্যে একটি নতুন টিভি কিনতে চান তাহলে আমরা আপনার জন্য এই আর্টিকেলে কিছু দুর্দান্ত বিকল্পের সন্ধান দিতে...
Puja Mondal 19 Dec 2024 11:36 AM IST

আপনি যদি সাশ্রয়ী মূল্যে একটি নতুন টিভি কিনতে চান তাহলে আমরা আপনার জন্য এই আর্টিকেলে কিছু দুর্দান্ত বিকল্পের সন্ধান দিতে চলেছি। এখানে আমরা অ্যামাজন এবং ফ্লিপকার্টে উপলব্ধ কয়েকটি বাজেট রেঞ্জের টিভি সম্পর্কে বলবো। এইসব LED Smart TV -র দাম 10 থেকে 12 হাজার টাকার মধ্যে। এই টিভিগুলিতে আপনি পাবেন বেস্ট-ইন-ক্লাস ডিসপ্লে। সাথে ডলবি অডিওর সাথেও দুর্দান্ত সাউন্ড। এই লিস্টে Motorola, Acer এবং Redmi -র টিভি অন্তর্ভুক্ত

Acer 80 cm (32 inches) I Pro Series HD Ready Smart LED Google TV

অ্যামাজন ইন্ডিয়ায় 11,999 টাকায় পাওয়া যাচ্ছে এসারের এই টিভি। এর ফ্রেমলেস ডিজাইন খুবই আকর্ষণীয় লুক প্রদান করে। এতে 1366×768 পিক্সেল রেজোলিউশনের এইচডি রেডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এসারের এই টিভিতে আছে 1.5 জিবি র‌্যাম ও 16 জিবি স্টোরেজ। সাউন্ডের জন্য এই টিভিতে ডলবি অডিও সহ 30 ওয়াট স্পিকার পাওয়া যাবে। কোম্পানি এই টিভির সাথে 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে।

Redmi Xiaomi 80 cm (32 inches) F Series HD Ready Smart LED Fire TV

অ্যামাজন ইন্ডিয়ায় এই রেডমি টিভির দাম 11,499 টাকা। ফিচারের কথা বললে, এই টিভিতে 60Hz রিফ্রেশ রেট সহ এইচডি রেডি ডিসপ্লে আছে। টিভিটি 20 ওয়াট সাউন্ড আউটপুট দেবে। এতে ডলবি অডিও সাউন্ড সিস্টেম সাপোর্ট করবে। মেটাল বেজেললেস ডিজাইনের এই টিভিতে কানেক্টিভিটির জন্য পাওয়া যাবে 2 টি এইচডিএমআই এবং 2 টি ইউএসবি পোর্ট। টিভিটি 1 বছরের ওয়ারেন্টি দেবে।

Motorola 80 cm (32 inches) F Series HD Ready Smart LED Fire TV

ফ্লিপকার্টে এই মোটোরোলা টিভি পাওয়া যাচ্ছে 10,499 টাকায়। ফিচারের কথা বললে, এই টিভিতে 1366 x 768 পিক্সেল রেজোলিউশনের এইচডি রেডি ডিসপ্লে রয়েছে। এই টিভিটি গুগল টিভি অপারেটিং সিস্টেমে চলে। এতে আছে 1.5 জিবি র‌্যাম ও 8 জিবি ইন্টারনাল মেমোরি। এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। দুর্দান্ত সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য এই টিভিতে রয়েছে ডলবি অডিও সাপোর্টসহ 20 ওয়াটের স্পিকার।

Show Full Article
Next Story