- Home
- »
- টেলিভিশন »
- টিভি কেনার সেরা সুযোগ, অর্ধেকেরও কম দামে...
টিভি কেনার সেরা সুযোগ, অর্ধেকেরও কম দামে কিনুন Smart TV, দাম শুরু 6399 টাকা থেকে
সময়ের এবং প্রযুক্তির বিকাশে টিভির চেহারা বা ফিচারে যেমন বদল এসেছে, তেমনই অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলির সৌজন্যে এই ধরণের...সময়ের এবং প্রযুক্তির বিকাশে টিভির চেহারা বা ফিচারে যেমন বদল এসেছে, তেমনই অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলির সৌজন্যে এই ধরণের টিভি সস্তায় কেনাও বেশ সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আপনি যদি এখন কম বাজেটে একটি ভালো ফিচারওয়ালা স্মার্ট টিভি কিনতে চান, তাহলে আজ আপনার জন্য রয়েছে সুখবর। আসলে এই মুহূর্তে Amazon India কিছু বিশেষ অফার দিচ্ছে, যার ফলে আপনি ৬,৫০০ টাকারও কম খরচে শক্তিশালী স্পেসিফিকেশন সম্বলিত একটি স্মার্ট টিভি কিনতে পারেন৷ এখানে নির্দিষ্ট স্মার্ট টিভির দামের ওপর ৫১% পর্যন্ত ছাড়, ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার এবং ইএমআইয়ের মতো সুবিধা পাওয়া যাবে। এখন, আমরা Amazon-এর এমনই কয়েকটি সেরা ডিল সম্পর্কে আলোচনা করব।
Amazon-এ এখন সস্তায় মিলছে এই সমস্ত Smart TV
১. Crownton 24 Inches Aqua Series HD Ready Smart LED TV CT2400S (Black) (2023 Model): এই টিভিটির এমআরপি (MRP) ১২,৯৯৯ টাকা, তবে অ্যামাজন 'ডিল অফ দ্য ডে' অফারে এটি এখন ৫১% ছাড়ে ৬,৩৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ব্যাঙ্ক অফারে টিভিটির দাম আরও ১,০০০ টাকা কমানো যেতে পারে। আবার আপনি পুরোনো টিভি এক্সচেঞ্জ করে বাঁচাতে পারেন ২,৫০০ টাকা পর্যন্ত। এতে ন্যূনতম ৩০৬ টাকার ইএমআই স্কিমও উপলব্ধ।
ফিচার বলতে ক্রোটাউনের এই টিভিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ২০ ওয়াট সাউন্ড আউটপুট পাওয়া যাবে।
২. Westinghouse 24 inches Pi Series HD Ready Smart LED TV WH24SP06 (Black): এই টিভিটি এখন ৪১% ছাড়ে ৬,৪৯৯ টাকায় আপনার হতে পারে, এর দাম এমনিতে ১০,৯৯৯ টাকা। এতেও ১,০০০ টাকার ব্যাঙ্ক অফার এবং ২,৫০০ টাকার এক্সচেঞ্জ অফার উপলব্ধ। আছে ৩১১ টাকার ইএমআই অপশনও।
এক্ষেত্রে এই টিভিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত এইচডি রেডি ডিসপ্লে, ২০ ওয়াট সাউন্ড আউটপুট এবং ইনবিল্ট ওটিটি (OTT) অ্যাপের ফিচার পাবেন।
৩. Kodak 24 inch HD Ready LED TV 24HDX100s (Black): কোডাকের এই টিভি কিনতেও এখন ৬,৪৯৯ টাকার কম খরচ হবে। এতে মিলবে ১,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার এবং ২,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা। এটি ইএমআইয়ে কিনতে হলে আপনাকে নিদেনপক্ষে ৩১১ টাকা দিতে হবে।
এই টিভিতে আছে ১,৩৬৬×৭৬৮ পিক্সেল রেজোলিউশনসহ ২৪ ইঞ্চি এইচডি রেডি ডিসপ্লে এবং ২০ ওয়াট সাউন্ড আউটপুট।