ঘুরতে গেলে সাথে করে নিয়ে যেতে পারবেন TV, অসম্ভবকে সম্ভব করে দেখালো LG

পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা কোথাও বেড়াতে গিয়েও টিভি দেখার কথা ভাবেন। আর বেশ কয়েকদিন টিভি না দেখতে পেলে তাদের মন...
techgup 17 Aug 2023 1:42 PM IST

পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা কোথাও বেড়াতে গিয়েও টিভি দেখার কথা ভাবেন। আর বেশ কয়েকদিন টিভি না দেখতে পেলে তাদের মন এতটাই খারাপ হয়ে ওঠে যে তারা আর ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারেন না। তবে এতদিন পর্যন্ত কোথাও গেলে সঙ্গে করে টিভি নিয়ে যাওয়াটা সম্ভব ছিল না। কিন্তু এখন সেই অসম্ভবকে সম্ভব করেছে LG। সম্প্রতি LG ২৭ ইঞ্চির একটি StandbyME Go TV সুটকেস লঞ্চ করেছে। আর এটিকে আপনি নিয়ে যেতে পারবেন যেকোনো জায়গায়।

এই টিভি সুটকেসে আসলে একটি ২৭ ইঞ্চির ১০৮০ পি এলসিডি টিভি, ব্যাটারি এবং ২০ ওয়াট স্পিকার উপস্থিত। আমরা এতদিন যে টিভি দেখে অভ্যস্থ সেই টিভির তুলনায় এটি অনেকটাই আলাদা।

এলজি দাবি করছে যে, এই টিভি তিন ঘন্টা ব্যাটারি লাইফ অফার করবে, যা কোনো ছোট ট্রিপ বা পার্টিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উপযুক্ত। এছাড়াও, টিভিটির সুটকেসে একটি হাতল দেওয়া হয়েছে যার ফলে এটি সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন।

LG আরও জানিয়েছে যে, এই StandbyME Go TV সুটকেস কে 'চলার পথে বিনোদনের সঙ্গী' বললেও কোনো ভুল হবে না। কারণ আপনি ক্যাম্পিং করার সময় সিনেমা বা টিভি শো দেখার জন্য এটি ব্যবহার করতে পারেন, আবার আপনি যেকোনো কাজ করতে করতে গান দেখতে বা শুনতেও পারবেন। উল্লেখ্য, এই টিভিটি ছোট হলেও এটি ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমস সাউন্ড সাপোর্ট করে। আবার এটি ব্লুটুথ এবং ওয়াইফাই কানেক্টিভিটি সহ এসেছে।

Show Full Article
Next Story