- Home
- »
- টেলিভিশন »
- জনপ্রিয় ব্র্যান্ড LIyod ভারতে আনল নতুন...
জনপ্রিয় ব্র্যান্ড LIyod ভারতে আনল নতুন Smart TV, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডের সাথে পাবেন দুর্দান্ত ডিসপ্লে
আজ অর্থাৎ ৩০শে জুন ভারতের বাজারে লঞ্চ হল নতুন LIyod WebOS স্মার্ট টেলিভিশন সিরিজ। আলোচ্য লাইনআপের অধীনে QLED এবং HD...আজ অর্থাৎ ৩০শে জুন ভারতের বাজারে লঞ্চ হল নতুন LIyod WebOS স্মার্ট টেলিভিশন সিরিজ। আলোচ্য লাইনআপের অধীনে QLED এবং HD Ready রেজোলিউশন সমর্থিত দুটি টিভি মডেল এসেছে। যার মধ্যে QLED টিভি -কে ৪৩-ইঞ্চি, ৫০-ইঞ্চি এবং ৫৫-ইঞ্চি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে। আর HD Ready মডেলটি এসেছে ৩২-ইঞ্চি প্যানেলের সাথে। উভয় মডেলই মনোমুগ্ধকর ভিউয়িং অভিজ্ঞতা প্রদান করবে বলে দাবি করা হয়েছে। এক্ষেত্রে অত্যাশ্চর্য ভিজ্যুয়াল অফার করার জন্য - 4K আপস্কেলিং, HDR10, ALLM এবং MEMC প্রযুক্তির মতো অ্যাডভান্স বৈশিষ্ট্য সাপোর্ট করে এই সিরিজটি। এছাড়া ডলবি অডিও সমর্থিত স্পিকার সিস্টেম, বিভিন্ন ওটিটি অ্যাপের অ্যাক্সেসও উপলব্ধ থাকছে। চলুন LIyod QS850E QLED এবং 32WS550E HD Ready টিভি মডেল দুটির দাম, লভ্যতা ও বিশেষত্ব সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক…
ভারতে LIyod QS850E QLED TV, 32WS550E TV -এর দাম এবং লভ্যতা
লিওড কিউএস৮৫০ই কিউএলইডি স্মার্টটিভিকে মোট তিনটি ডিসপ্লে সাইজ অপশনের সাথে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৪৩-ইঞ্চি ডিসপ্লে বিকল্পের দাম থাকছে ২৯,৯৯৯ টাকা। আর ৫০-ইঞ্চি এবং ৫৫-ইঞ্চি ডিসপ্লে ভ্যারিয়েন্ট দুটির মূল্য যথাক্রমে ৩৯,৯৯৯ টাকা ও ৪৪,৯৯০ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে, ৩২ডাব্লিউরস৫৫০ই এইচডি রেডি টিভি মডেলটিকে আপনারা মাত্র ১৩,৯৯৯ টাকায় কিনে নিতে পারবেন। আগ্রহীরা লিওড ওয়েবওএস টিভি সিরিজের মডেল দুটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে কিনতে পারবেন।
LIyod QS850E QLED এবং 32WS550E TV -এর স্পেসিফিকেশন ও ফিচার
এইচডি রেডি ওয়েবওএস টিভি (মডেল নম্বর: 32WS550E) মডেলে রয়েছে ৩২-ইঞ্চির এইচডি রেডি (১৩৬৬x৭৬৮ পিক্সেল) এলইডি ডিসপ্লে, যা চিত্তাকর্ষক ইমেজ কোয়ালিটি, প্রাণবন্ত ও কনট্রাস্ট কালার অফার করে। আবার স্মুথ তথা দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদানের জন্য ডিভাইসটিতে 'মোশন এস্টিমেশন অ্যান্ড মোশন কম্পেন্সেশন ' (MEMC) এবং ALLM প্রযুক্তি সমর্থন করে। একই সাথে, HDR10 এবং HLG প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে সিরিজটিতে।
বিপরীতে, Lloyd QS850E QLED টিভি এসেছে ৪৩-ইঞ্চি, ৫০-ইঞ্চি এবং ৫৫-ইঞ্চির ৪কে (৩৮৪০×২১৬০ পিক্সেল) QLED ডিসপ্লে সহ। আলোচ্য মডেলটিও ভিডিও কনটেক্সট অপ্টিমাইজ করতে - HDR10, HLG, এবং MEMC প্রযুক্তি সমর্থন করে। এছাড়া উভয় মডেলই ক্রিস্টাল-ক্লিয়ার সাউন্ড সরবরাহের জন্য ডলবি অডিও প্রযুক্তি সমর্থিত ২০ ওয়াটের স্পিকার সিস্টেম অফার করে।
কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে অন্তর্ভুক্ত থাকছে - ৩টি এইচডিএমআই পোর্ট, ২টি ইউএসবি পোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং একটি ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার৷ আবার - YouTube, Netflix, Prime Video, এবং Disney+Hotstar -এর মতো একাধিক জনপ্রিয় OTT অ্যাপের অ্যাক্সেসও পেয়ে যাবেন ইউজাররা। এছাড়া, Llyod WebOS স্মার্ট টেলিভিশন সিরিজের অধীনে আসা উভয় মডেলের সাথেই ম্যাজিক রিমোট দেওয়া হবে, যা ইজি নেভিগেশন এবং কন্ট্রোল অফার করে। সর্বোপরি, অ্যাপল ডিভাইসের সাথে কানেক্ট করার পর - অ্যাপল টিভি, এয়ারপ্লে, অ্যাপল মিউজিক এবং অ্যাপল হোমকিট ব্যবহারের সুবিধাও মিলবে টিভি দুটিতে।