Motorola বাজারে আনল নতুন Revou2 স্মার্ট টিভি রেঞ্জ, দাম শুরু মাত্র ১০,৯৯৯ টাকা থেকে

বাজারে স্মার্ট টিভির ক্রমবর্ধমান চাহিদার কথা ভেবে, এবার নিজের টেলিভিশনের রেঞ্জ আরো কিছুটা প্রসারিত করল Motorola (মোটোরোলা)। সম্প্রতি Lenovo-র মালিকানাধীন এই জনপ্রিয় ব্র্যান্ডটি Revou2 (রেভু২)…

বাজারে স্মার্ট টিভির ক্রমবর্ধমান চাহিদার কথা ভেবে, এবার নিজের টেলিভিশনের রেঞ্জ আরো কিছুটা প্রসারিত করল Motorola (মোটোরোলা)। সম্প্রতি Lenovo-র মালিকানাধীন এই জনপ্রিয় ব্র্যান্ডটি Revou2 (রেভু২) নামের স্মার্ট টিভি রেঞ্জ চালু করেছে। আর এই নতুন লাইনআপের অধীনে আত্মপ্রকাশ করেছে ভিন্ন স্ক্রিনের আকার এবং রেজোলিউশন বিশিষ্ট চার-চারটি মডেল রয়েছে। Motorola-র মতে, গত বছরে লঞ্চ হওয়া Revou সিরিজের এই সাকসেসর টিভি মডেলগুলিকে কোম্পানি সাশ্রয়ী মূল্যের বিকল্প হিসেবে লঞ্চ করেছে। ফলত, যারা নতুন টিভি কিনে বাড়ি সাজানোর পাশাপাশি বিনোদন পেতে চান, তারা এই নয়া Revou2 স্মার্ট টিভি কিনতে পারেন। আসুন, এখন Motorola Revou2 স্মার্ট টিভিগুলির স্পেসিফিকেশন, দাম এবং লভ্যতা সম্পর্কে জেনে নিই।

Motorola Revou2 স্মার্ট টিভি সিরিজের স্পেসিফিকেশন

মোটোরোলা রেভু২ সিরিজে মোট চারটি স্মার্টটিভি অন্তর্ভুক্ত, যেমনটা শুরুতেই বলেছি। এর মধ্যে এইচডি (HD) রেজোলিউশনযুক্ত ৩২ ইঞ্চি মডেল, ফুল-এইচডি রেজোলিউশনের ৪০ ইঞ্চি ও ৪৩ ইঞ্চি মডেল এবং আল্ট্রা-এইচডি (UHD) রেজোলিউশনের ৪৩ ইঞ্চি টিভি মডেল। এক্ষেত্রে চারটি টিভিতেই বেজেল-লেস ডিসপ্লে এবং ২৪ ওয়াট স্পিকার দেওয়া হয়েছে। তবে এইচডি এবং ফুল-এইচডি মডেলগুলি ডলবি অডিও ফিচার সাপোর্ট করে, যেখানে আল্ট্রা-এইচডি মডেলটিতে ডলবি অ্যাটমস মিলবে। উল্লেখ্য, এই টিভিগুলির অডিও অপশন টিউন এবং অপ্টিমাইজ করেছে ভারতের শীর্ষস্থানীয় অডিও ব্র্যান্ড বোট (boAt)।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, রেভু২ আল্ট্রা-এইচডি টিভি ভ্যারিয়েন্টটি এইচডিআর১০ (HDR10), ডলবি ভিশন (Dolby Vision), এমইএমসি (MEMC) এবং এএলএলএম (ALLM) ফিচার সমর্থন করবে। এতে মিলবে ২ জিবি র‌্যাম। অন্যদিকে এইচডি বা ফুল-এইচডি – উভয় ধরনের টিভিতে ১ জিবি র‌্যাম থাকবে। এছাড়া সম্পূর্ণ সিরিজটিই বহন করবে কোয়াড-কোর মিডিয়াটেক প্রসেসর এবং মালি জি৫২ এমপি২ (G52 MP2) জিপিউ। অন্যান্য ফিচারের কথা বললে, চারটি টিভিই ৮ জিবি স্টোরেজসহ আসে; এগুলিতে সফ্টওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড টিভি ১১ (Android TV 11) ওএস। আবার কানেক্টিভিটির জন্য এগুলিতে উপলব্ধ থাকবে ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, তিনটি এইচডিএমআই (HDMI) পোর্ট, দুটি ইউএসবি পোর্ট এবং ইথারনেট অপশন।

Motorola Revou2 স্মার্ট টিভি সিরিজের দাম, উপলভ্যতা

সদ্য বাজারে আসা মোটোরোলা রেভু২ স্মার্ট টিভি রেঞ্জের দাম শুরু হচ্ছে ১০,৯৯৯ টাকা থেকে। আগ্রহীদের ৩২ ইঞ্চি ভ্যারিয়েন্টের জন্য এই দাম দিতে হবে। অন্যদিকে ৪০ ইঞ্চি ও ৪৩ ইঞ্চি ফুল-এইচডি রেভু২ মডেল কিনতে গেলে দাম পড়বে যথাক্রমে ১৬,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা। একইভাবে রেঞ্জের ৪৩ ইঞ্চি আল্ট্রা-এইচডি অপশনটির জন্য লাগবে ২২,৯৯৯ টাকা। এক্ষেত্রে সমস্ত টিভিগুলিই ফ্লিপকার্ট (Flipkart) থেকে খরিদ করা যাবে।