Motorola Envision X: ছবি দেখে চোখ জুড়িয়ে যাবে, সঙ্গে 3D সাউন্ডের মজা, দুর্ধর্ষ স্মার্ট টিভি নিয়ে হাজির মোটোরোলা

মোটোরোলা তাদের নতুন Envision X স্মার্ট টেলিভিশন লঞ্চ করার মাধ্যমে ভারতের স্মার্ট টিভি মার্কেটের দখল নিতে উদ্যোগী হয়েছে।...
Ananya Sarkar 5 Jun 2023 12:05 PM IST

মোটোরোলা তাদের নতুন Envision X স্মার্ট টেলিভিশন লঞ্চ করার মাধ্যমে ভারতের স্মার্ট টিভি মার্কেটের দখল নিতে উদ্যোগী হয়েছে। গত মাসে Motorola Envision সিরিজ লঞ্চের পরে এখন ফ্লিপকার্টে লাইভ হওয়া একটি ডেডিকেটেড মাইক্রোসাইট নয়া টিভিগুলির স্পেসিফিকেশন এবং ফিচার্স প্রকাশ করেছে৷ স্মার্ট টিভিগুলি ৫৫ ইঞ্চি ও ৬৫ ইঞ্চি স্ক্রিন অপশনে এসেছে। যা কিউএলইডি স্ক্রিন, কোয়াড কোর MediaTek প্রসেসর এবং গুগল টিভি ইন্টারফেস অফার করে। আসুন তাহলে লেটেস্ট Envision X স্মার্ট টিভিগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Motorola Envision X স্মার্ট টিভি: মূল্য এবং লভ্যতা

ভারতে মোটোরোলা এনভিশন এক্স-এর বিক্রি শুরুর তারিখ এখনও সামনে না এলেও,আগামী ৭ জুন রাত ৮ টায় ফ্লিপকার্টে ফ্ল্যাশ সেলে উপলব্ধ হবে বলে অনুমান। একটি স্ক্রিনশট থেকে জানা গিয়েছে, মোটোরোলা এনভিশন এক্স-এর ৫৫ ইঞ্চির ভ্যারিয়েন্টের দাম হবে ৫৯,৯৯০ টাকা।

Motorola Envision X স্মার্ট টিভি: স্পেসিফিকেশন এবং ফিচার

৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি - এই দুটি স্ক্রিন আকারে উপলব্ধ, মোটোরোলা এনভিশন এক্স একটি কিউএলইডি (QLED) ডিসপ্লে প্যানেলের সাথে এসেছে। এটি উন্নত গুণমানের ছবি অফার করার জন্য কোয়ান্টাম-গ্লো প্রযুক্তির পাশাপাশি, ডলবি ভিশন এবং ১.০৭ বিলিয়নের কালার গ্যামট সাপোর্ট করে। টিভিটি ব্যবহারকারীদের ছয়টি পিকচার মোড থেকে বেছে নেওয়ার সুযোগ প্রদান করে, যাতে তারা তাদের পছন্দ অনুযায়ী ডিসপ্লে সেটিংস অপ্টিমাইজ করতে পারেন।

অডিও ফিচারের পরিপ্রেক্ষিতে, এনভিশন এক্স ডলবি অ্যাটমোস প্রযুক্তির মাধ্যমে থ্রিডি (3D) সারাউন্ড সাউন্ড সাপোর্ট করে, যা ইমার্সিভ এবং সিনেমাটিক অডিও এক্সপেরিয়েন্স প্রদান করে। ইউজাররা সমৃদ্ধ বেস উপভোগ করতে পারেন এবং কাস্টমাইজড অডিও সেটিংসের জন্য চারটি সাউন্ড মোড থেকে নিজেদের পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারেন।

Motorola Envision X স্মার্ট টিভিটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত গুগল টিভি ইউজার ইন্টারফেস রয়েছে, যা ব্যবহারকারীদের বহু কন্টেন্ট এবং অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে সক্ষম করে। এআই (AI)-এনেবল পার্সনালাইজড কনটেন্টের সুপারিশের মাধ্যমে, ব্যবহারকারীরা তাদের আগ্রহের জন্য তৈরি করা নতুন বিনোদন বিকল্পগুলি পেতে পারেন। গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচারটি টিভির হ্যান্ডস-ফ্রি অপারেশনের অনুমতি দেয় এবং ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন ব্যবহার করে ডিভাইসটি নিয়ন্ত্রণ করতে পারেন। এছাড়া, একটি ইউনিফাইড সার্চ ফিচার একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম জুড়ে কনটেন্ট খুঁজে পাওয়াকে সহজ করে।

পারফরম্যান্সের জন্য, Motorola Envision X একটি মিডিয়াটেক কোয়াড-কোর প্রসেসর দ্বারা চালিত, যা মসৃণ কর্মক্ষমতা এবং প্রতিক্রিয়াশীলতা নিশ্চিত করে। এতে রয়েছে একটি ইন-বিল্ট জিপিইউ (GPU) এবং ২ জিবি র‍্যাম বিভিন্ন কাজ দক্ষতার সাথে পরিচালনা করার জন্য, একটি বিরামহীন গেমিং অভিজ্ঞতা প্রদান করে।

উল্লেখযোগ্যভাবে, মোটোরোলা ১৯,০০০ টিরও বেশি পিন কোড জুড়ে বিস্তৃত সার্ভিস কভারেজ অফার করে গ্রাহক সন্তুষ্টির ওপর জোর দেয়। অবিলম্বে গ্রাহকের প্রশ্ন এবং সমস্যার সমাধান করার জন্য একটি ৭-দিনের অ্যাক্টিভ কল সেন্টারও উপলব্ধ রয়েছে। এছাড়াও, Envision X স্মার্ট টিভির ইউজাররা তাদের দোরগোড়ায় মেরামতের সুবিধা সহ বিনামূল্যে ব্র্যান্ড-অনুমোদিত রিপেয়ার সার্ভিস থেকে উপকৃত হতে পারেন।

Show Full Article
Next Story