ব্যাপক সস্তায় OnePlus Smart TV কেনার সুযোগ দিচ্ছে Amazon, কিনলে পাবেন ভরপুর বিনোদন

আপনি কি এই মুহূর্তে একটি ভালো স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন? কিন্তু আপনার বাজেট খুব বেশি নয়? চিন্তার প্রয়োজন নেই, কারণ...
Anwesha Nandi 12 Feb 2023 3:23 PM IST

আপনি কি এই মুহূর্তে একটি ভালো স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন? কিন্তু আপনার বাজেট খুব বেশি নয়? চিন্তার প্রয়োজন নেই, কারণ এখন Amazon India থেকে আপনি কম দামেই স্মার্ট টিভি কিনতে পারবেন – তাও আবার OnePlus ব্র্যান্ডের। আসলে জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাতা OnePlus সম্প্রতি স্মার্ট টিভির একটি নতুন রেঞ্জ লঞ্চ করেছে। আর, এরপর হঠাৎ করেই কমে গেছে কোম্পানির পুরনো স্মার্ট টিভিগুলির দাম। সেক্ষেত্রে আমরা এমনই কিছু OnePlus স্মার্ট টিভির কথা বলব, যেগুলি দাম কমে যাওয়ার কারণে আপনারা বাড়িতে বিনোদনের জন্য কিনতে পারবেন সস্তাতেই।

Amazon-এ এই তিনটি OnePlus Smart TV-তে মিলছে দারুণ অফার

১. OnePlus 80 cm (32 inches) Y Series HD Ready LED Smart TV 32Y1: এই স্মার্ট টিভির এমআরপি (MRP) ১৯,৯৯৯ টাকা, তবে এখন অ্যামাজনে এটির দামের ওপর ২৫% ছাড় দেওয়া হচ্ছে যার ফলে আপনারা এটি ১৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এক্ষেত্রে টিভির কেনার সময় এক্সচেঞ্জ অফারের ফায়দাও নেওয়া যাবে; পুরনো স্মার্ট টিভির বদলে মিলবে ২,৭৩০ টাকার অতিরিক্ত ছাড়। ফিচার বলতে এই অ্যান্ড্রয়েড টিভিতে থাকবে বেজেললেস ডিজাইন, ৯৩% কালার গামুট, ৬৪ বিট প্রসেসর, বিল্ট-ইন ক্রোমকাস্ট এবং ডলবি অডিও সাপোর্টবিশিষ্ট ২০ ওয়াট স্পিকার।

২. OnePlus 80 cm (32 inches) Y Series HD Ready Smart Android LED TV 32 Y1S: ওয়ানপ্লাসের এই টিভিটির স্ক্রিন সাইজও ৩২ ইঞ্চি, যার সাথে আগের টিভিটির সমতুল্য ফিচার পাওয়া যাবে। তবে এর ডিসপ্লে রেজোলিউশন ৭২০ পিক্সেল। উল্লেখ্য, এই স্মার্ট টিভির এমআরপি ২১,৯৯৯ টাকা হলেও ২৭% ছাড়ে এটি ১৫,৯৯৯ টাকায় কেনা যাবে। এর পুরনো স্মার্ট টিভি এক্সচেঞ্জ করলে পাওয়া যাবে ২,৭৩০ টাকা পর্যন্ত ছাড়।

৩. OnePlus 108 cm (43 inches) Y Series 4K Ultra HD Smart Android LED TV 43Y1S Pro: আমাদের তালিকার এই স্মার্ট টিভির দাম অন্য দুটি মডেলের তুলনায় একটু বেশি – এর এমআরপি ৩৯,৯৯৯ টাকা। তবে আগ্রহীরা এটি এখন ২৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন, কারণ অ্যামাজনে এটি ২৫% ডিসকাউন্টে উপলব্ধ রয়েছে। এক্ষেত্রে ক্রেতারা টিভিটিতে ৪কে ইউএইচডি রেজোলিউশনের ডিসপ্লে, বিল্ট-ইন ক্রোমকাস্ট, ডলবি অডিওযুক্ত ২৪ ওয়াট স্পিকার, গামা ইঞ্জিন ইত্যাদি ফিচার পাবেন।

Show Full Article
Next Story