দুর্দান্ত ছবির সঙ্গে গমগমে সাউন্ড, OnePlus ভারতে লঞ্চ করবে নতুন টিভি

গত এপ্রিল মাসে প্রখ্যাত ওয়ানপ্লাস তাদের OnePlus TV Y1S Pro স্মার্টটিভিট ভারতে লঞ্চ করে। তবে, ব্র্যান্ডটি সে সময়...
Ananya Sarkar 18 Nov 2022 11:30 AM IST

গত এপ্রিল মাসে প্রখ্যাত ওয়ানপ্লাস তাদের OnePlus TV Y1S Pro স্মার্টটিভিট ভারতে লঞ্চ করে। তবে, ব্র্যান্ডটি সে সময় শুধুমাত্র একটি ৪৩ ইঞ্চির মডেলই বাজারে এনেছিল। এরপর জুলাই মাসে TV Y1S Pro-এর একটি ৫০ ইঞ্চির সংস্করণের ওপর থেকে পর্দা সরায় ওয়ানপ্লাস। আর এখন প্রায় চার মাস পরে, এক সুপরিচিত টিপস্টার দাবি করেছেন যে, ওয়ানপ্লাস শীঘ্রই এই টেলিভিশনের একটি ৫৫ ইঞ্চির সংস্করণ লঞ্চ করবে। টিপস্টার এই আসন্ন টিভির কিছু ফিচারও শেয়ার করেছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক।

৫৫ ইঞ্চির OnePlus TV Y1S Pro ভারতে আসছে খুব শীঘ্রই

মাইস্মার্টপ্রাইস-এর প্রতিবেদন অনুযায়ী, ওয়ানপ্লাস টিভি ৫৫ ওয়াই১এস প্রো শীঘ্রই ভারতে লঞ্চ হবে। লঞ্চের তারিখটি প্রকাশ করা না হলেও টিভিটির কিছু ফিচার জানানো হয়েছে। বলে রাখি, ওয়ানপ্লাস টিভি ওয়াই১এস প্রো-এর ৫৫ ইঞ্চির ভ্যারিয়েন্টটি অন্য দুটি মডেলের মতোই হবে।

টেলিভিশনটি এইচডিআর১০+ এবং এমইএমসি (MEMC)-এর সাপোর্ট সহ একটি ৪কে (4K) প্যানেলের সাথে আসবে। স্ক্রিনটি ২৪ ওয়াট স্পিকারের সাথে যুক্ত থাকবে। অর্থাৎ ছবি ও আওয়াজ দুর্দান্ত হবে। এছাড়া, অ্যান্ড্রয়েড টিভিটি ইউটিউব (YouTube), নেটফ্লিক্স (Netflix), অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video)-এর মতো জনপ্রিয় স্ট্রিমিং পরিষেবাগুলি সাপোর্ট করবে।

এটি একাধিক পোর্ট অপশনও অফার করবে, যেমন- দুটি ইউএসবি ২.০, তিনটি এইচডিএমআই ২.১ (এর মধ্যে একটি ইএআরসি কম্প্যাটিবল), ইথারনেট এবং আরএফ। আসন্ন ৫৫ ইঞ্চির OnePlus TV Y1S Pro-এর দাম প্রায় ৪০,০০০ টাকা রাখা হবে বলে আশা করা হচ্ছে। কারণ ৪৩ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি মডেল দুটির দাম ছিল যথাক্রমে ২৯,৯৯৯ এবং ৩২,৯৯৯ টাকা।

Show Full Article
Next Story