বাড়িকে বানান সিনেমা হল, প্রথম সেলে হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে OnePlus TV 65 Q2 Pro

গত ফেব্রুয়ারি মাসে OnePlus ভারতের বাজারে TV 65 Q2 Pro নামের একটি নয়া স্মার্ট টেলিভিশন লঞ্চ করে। চলতি মাসের ৬ তারিখে এটির প্রি-অর্ডার শুরু হয়।…

গত ফেব্রুয়ারি মাসে OnePlus ভারতের বাজারে TV 65 Q2 Pro নামের একটি নয়া স্মার্ট টেলিভিশন লঞ্চ করে। চলতি মাসের ৬ তারিখে এটির প্রি-অর্ডার শুরু হয়। আর আজ অর্থাৎ ১০ই মার্চ ৬৫-ইঞ্চির এই ‘বিগ স্ক্রিন’ স্মার্ট টিভিটি প্রথমবার ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। ফিচারের কথা বললে এই স্মার্ট টিভিতে – 4K QLED ডিসপ্লে প্যানেল, ৩০ ওয়াটের সাবউফার সহ ৭-স্পিকার অডিও সিস্টেম এবং ৩ জিবি র‍্যাম রয়েছে। আবার গুগল অ্যাসিস্ট্যান্ট, ক্রোমকাস্টের মতো স্মার্ট ফিচারের অ্যাক্সেসও পাওয়া যাবে এতে। এছাড়া ডিভাইসটিতে ALLM এবং MEMC টেকনোলজি সাপোর্ট করে। চলুন এবার OnePlus TV 65 Q2 Pro -এর দাম, লঞ্চ অফার এবং স্পেসিফিকেশন বিশদে জেনে নেওয়া যাক।

ভারতে OnePlus TV 65 Q2 Pro স্মার্ট টেলিভিশনের দাম ও সেল অফার

ভারতে ওয়ানপ্লাস টিভি ৬৫ কিউ২ প্রো স্মার্ট টিভির দাম ৯৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। সেল অফার হিসাবে, উক্ত মডেলটিকে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারীদের ফ্লাট ৫,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। যারপর টিভিটিকে ৯৩,৯৯৯ টাকায় কেনা যাবে। কিস্তিতে টাকা শোধ করতে চাইলে, সর্বোচ্চ ১৮ মাসের বৈধতাসম্পন্ন নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধা উপলব্ধ। যদিও এটি নির্বাচিত কয়েকটি ব্যাঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য থাকছে।

প্রসঙ্গত, নয়া OnePlus TV 65 Q2 Pro স্মার্ট টেলিভিশনের সাথে দুই বছরের ওয়ারেন্টি দেওয়া হবে। আর ডেলিভারির পরে, ২৪ ঘন্টার মধ্যে গ্রাহকেরা নির্বাচিত শহরে ইনস্টলেশন পরিষেবা পাবেন। এছাড়া, টিভিটি কেনার প্রথম বছরের মধ্যে প্যানেল ক্ষতিগ্রস্ত হলে তা বিনামূল্যে রিপ্লেস করে দেওয়া হবে।

লভ্যতার কথা বললে, OnePlus TV 65 Q2 Pro স্মার্ট টিভিকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট, এক্সপেরিয়েন্স স্টোর, ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট সহ রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা এবং বিজয় সেলসের মতো রিটেল স্টোরের মাধ্যমেও কেনা যাবে।

OnePlus TV 65 Q2 Pro স্মার্ট টেলিভিশন এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস টিভি ৬৫ কিউ২ প্রো স্মার্ট টিভি ৬৫-ইঞ্চির QLED ডিসপ্লে প্যানেল সহ এসেছে, যা ৪কে (4K) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,২০০ নিট পিক ব্রাইটনেস অফার করে৷ এছাড়া স্মুথ ভিউয়িং অভিজ্ঞতা এবং উন্নত ভিজ্যুয়াল প্রদানের জন্য ডিভাইসটি অটো লো লেটেন্সি মোড (ALLM) এবং মোশন এস্টিমেশন মোশন কম্পেনসেশন (MEMC) টেকনোলজি সাপোর্ট করে। অডিও ফ্রন্টের ক্ষেত্রে, এতে ৩০ ওয়াটের সাবউফার সহ সাতটি স্পিকার যুক্ত সেটআপ আছে, যা ৭০ওয়াট সাউন্ড আউটপুট অফারে সক্ষম। এই সাউন্ড সিস্টেমটিকে ডাইনাঅডিও (Dynaudio) এবং ডলবি অ্যাটমস প্রযুক্তি দ্বারা কো-টিউনড করা হয়েছে।

সামগ্রিক পারফরম্যান্সের জন্য OnePlus TV 65 Q2 Pro স্মার্ট টেলিভিশনে MT9617 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজের সাথে এসেছে। টেলিভিশনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। আর অতিরিক্ত ফিচার হিসাবে টিভিটি – ভয়েস কমান্ড, গুগল অ্যাসিস্ট্যান্ট, ক্রোমকাস্ট এবং অ্যালেক্সার মতো আর্টিফিসিয়াল-ইন্টেলিজেন্সি (AI) ফিচার সমর্থন করে।