- Home
- »
- টেলিভিশন »
- Realme লঞ্চ করল 43, 50, 55 ও 65 ইঞ্চি...
Realme লঞ্চ করল 43, 50, 55 ও 65 ইঞ্চি স্ক্রিনের Smart TV, রয়েছে দুর্দান্ত সাউন্ড ও ডিসপ্লে
Realme আজ ভারতে তাদের নতুন টিভি সিরিজ Realme TechLife Cinesonic লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে আজ 4 সাইজের টিভি আনা...Realme আজ ভারতে তাদের নতুন টিভি সিরিজ Realme TechLife Cinesonic লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে আজ 4 সাইজের টিভি আনা হয়েছে। নতুন এই টিভিগুলি 43-ইঞ্চি, 50-ইঞ্চি, 55-ইঞ্চি এবং 65-ইঞ্চি মডেলে পাওয়া যাবে। এগুলি দুর্দান্ত সাউন্ড, স্ক্রিন মিররিং ও মিডিয়াটেক প্রসেসর অফার করবে। আসুন Realme TechLife Cinesonic TV সিরিজের দাম ও সমস্ত ফিচার দেখে নেওয়া যাক।
Realme TechLife Cinesonic টিভির দাম
রিয়েলমি টেকলাইফ সিনেসনিক টিভি সিরিজের 43 ইঞ্চি মডেলের দাম শুরু হচ্ছে 41,999 টাকা থেকে। আর 50 ইঞ্চি মডেলের দাম 53,999 টাকা। এদিকে 55 ইঞ্চি এবং 65 ইঞ্চি কিউএলইডি টিভির মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে 66,999 টাকা এবং 85,999 টাকা। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে টিভিগুলি কেনা যাবে।
আরও পড়ুন : Tata-কে টেক্কা দিতে লঞ্চ হল দুর্দান্ত বৈদ্যুতিক গাড়ি, লাইফটাইম ওয়ারেন্টি, সঙ্গে প্রথম বছর চার্জিং ফ্রি
Realme TechLife Cinesonic টিভির ফিচার ও স্পেসিফিকেশন
Realme TechLife Cinesonic টিভি সিরিজের 43 এবং 50-ইঞ্চি মডেলে এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং 55 এবং 65-ইঞ্চি মডেলে পাওয়া যাবে কিউএলইডি প্রযুক্তির ডিসপ্লে। আর এই চারটি টিভিই আল্ট্রা এইচডি 4কে রেজোলিউশন এবং 60 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আর এগুলিতে এইচডিআর 10 এবং ডলবি ভিশন সাপোর্ট করবে।
অডিওর জন্য Realme TechLife Cinesonic টিভিতে আছে স্টেরিও স্পিকার। আর এগুলি 40 ওয়াট সাউন্ড আউটপুট দেবে। আবার সারাউন্ড সাউন্ডের জন্য রয়েছে DBX এর টোটাল সনিক প্রযুক্তি।
আরও পড়ুন : প্রতিদিন 2 জিবি ডেটা, Jio, Airtel ও Vi এর সবচেয়ে সস্তা প্ল্যান দেখে নিন
এই স্মার্ট টিভিগুলিতে কোয়াড-কোর মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে দেওয়া হয়েছে 2 জিবি র্যাম ও 16 জিবি স্টোরেজ। আর প্রাইম ভিডিও, নেটফ্লিক্স এর মতো অন্যান্য জনপ্রিয় ওটিটি অ্যাপগুলি এতে প্রি-ইনস্টল করা আছে। Realme TechLife Cinesonic টিভি সিরিজের কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে তিনটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট, ওয়াইফাই ও ব্লুটুথ।