Samsung ভারতে লঞ্চ করল 110 ইঞ্চি MicroLED স্মার্ট টিভি, দাম শুনলে ঘুম উড়ে যেতে পারে

Samsung আজ (২রা আগস্ট) ভারতের বাজারে তাদের সর্বাধিক লাক্সারি স্মার্ট টেলিভিশন মডেল Samsung 110-inch microLED লঞ্চ করল।...
SUPARNA 2 Aug 2023 8:48 PM IST

Samsung আজ (২রা আগস্ট) ভারতের বাজারে তাদের সর্বাধিক লাক্সারি স্মার্ট টেলিভিশন মডেল Samsung 110-inch microLED লঞ্চ করল। এই টিভিটি ১১০-ইঞ্চির বড় ডিসপ্লে প্যানেল সহ এসেছে। এছাড়া এতে - ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত সাউন্ড সিস্টেম এবং অ্যাম্বিয়েন্ট মোড+ -এর মতো একাধিক উল্লেখযোগ্য ফিচার পাওয়া যাবে। সর্বোপরি Samsung ব্র্যান্ডিংয়ের এই টেলিভিশন কিনতে হলে ক্রেতাদের ১,১৪,৯৯,০০০ টাকা অর্থাৎ ১.১৪ কোটি টাকা খসাতে হবে। অর্থাৎ Samsung 110-inch microLED টিভিটি একটি প্রিমিয়াম তথা বিলাসবহুল সেডান গাড়ির চেয়েও অধিক ব্যয়বহুল। লভ্যতার কথা বললে, আলোচ্য মডেলকে আজ থেকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Samsung.com) এবং নির্বাচিত কিছু পার্টনার রিটেল স্টোরের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ করা হবে। চলুন Samsung 110-inch microLED স্মার্ট টিভির স্পেসিফিকেশনের উপর নজর বুলিয়ে নেওয়া যাক…

Samsung 110-inch MicroLED Smart TV এর স্পেসিফিকেশন

স্যামসাং ১১০-ইঞ্চি মাইক্রোএলইডি স্মার্ট টিভিকে অত্যন্ত আকর্ষণীয় তথা স্লিক এবং মোনোলিথ ডিজাইনের সাথে লঞ্চ করা হয়েছে। যার দরুন ডিভাইসটির এজের মধ্যে কোনো ফাঁক দেখতে পাওয়া যাবে না। এটিকে মূলত সেই সকল গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে, যারা ইমার্সিভ এবং আল্ট্রা-প্রিমিয়াম ভিউয়িং এক্সপিরিয়েন্স উপভোগ করতে পছন্দ করেন। যেকারণে দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি তাদের এই টিভিতে ১১০ ইঞ্চির বৃহদাকার মাইক্রো LED ডিসপ্লে প্যানেল দিয়েছে। এই ডিসপ্লে - ৪কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এআই আপস্কেলিং, এবং ২৪.৮ মিলিয়ন মাইক্রোমিটার আকৃতির আল্ট্রা-স্মল LED লাইট নিয়ে গঠিত।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, Samsung 110-inch MicroLED Smart TV অ্যাম্বিয়েন্ট মোড+ ফিচারের সাথে এসেছে। এই ফিচার আলোচ্য হোম এন্টারটেইনমেন্ট ডিভাইসটিকে একটি আর্ট ডিসপ্লে ওয়ালে পরিণত করে ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি করে। এছাড়া অডিও বিভাগের কথা বললে স্যামসাং তাদের এই নয়া স্মার্ট টেলিভিশনে ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত সাউন্ড সিস্টেম দিয়েছে, যা জোরালো তথা 'ক্রিস্টাল ক্লিয়ার' অডিও কোয়ালিটি অফার করে।

তুলনার খাতিরে জানিয়ে রাখি, Samsung ৮কে রেজোলিউশনের সাথে Neo QLED সিরিজ স্মার্ট টিভিও লঞ্চ করেছে। এগুলির দাম শুরু হচ্ছে ৩,১৪,৯৯০ টাকা থেকে। এই একই লাইনআপের অধীনে আসা ৮কে রেজোলিউশন সমর্থিত ৮৫-ইঞ্চি ডিসপ্লে সাইজ মডেলের দাম ১২,২৪,৯৯০ টাকা রাখা হয়েছে। আর Neo QLED সিরিজের সবথেকে টপ-এন্ড স্মার্ট টিভির দাম ধার্য করা হয়েছে ১৫,৭৪,০০০ টাকা।

Show Full Article
Next Story