ভারতে এবার Samsung-এর 8K টিভি, QLED স্ক্রিনের সাথে চলতি সপ্তাহেই লঞ্চ হচ্ছে

গত মার্চ মাসে জনপ্রিয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড Samsung চীন সহ বিশ্বের অন্যান্য বাজারে লঞ্চ করে কাটিং এজ ডিজাইনের Neo QLED...
techgup 3 May 2023 10:47 AM IST

গত মার্চ মাসে জনপ্রিয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড Samsung চীন সহ বিশ্বের অন্যান্য বাজারে লঞ্চ করে কাটিং এজ ডিজাইনের Neo QLED 8K TV। ইতিমধ্যেই নতুন এই স্মার্ট টিভিটি জার্মান এভি (AV) ম্যাগাজিন দ্বারা 'বেস্ট টিভি অফ অল টাইম' শিরোপা অর্জন করেছে। এবার এই আল্ট্রা প্রিমিয়াম টেলিভিশনটি ভারতীয় ক্রেতাদের জন্য উপলব্ধ হতে চলেছে। এই সিরিজে রয়েছে কোয়ান্টাম ম্যাট্রিক্স টেকনোলজি, এএমডি ফ্রি সিঙ্ক প্রিমিয়াম প্রো টেকনোলজি ইত্যাদি। চলুন দেখে নেওয়া যাক নতুন Samsung Neo QLED 8K TV-র লভ্যতা, ফিচার এবং স্পেসিফিকেশন।

Samsung Neo QLED 8K TV-এর প্রি-অর্ডার শুরু

Samsung Neo QLED 8K স্মার্ট টিভি আগামী ৫ মে বেলা বারোটায় ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে বলে সংস্থাটি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে। আপাতত এটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। আগ্রহী ক্রেতারা এখন ৫০০০ টাকা দিয়ে এটি বুক করলে, সেলের সময় পাবেন ১৫,০০০ টাকার বিশেষ ছাড়। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স প্লাটফর্ম অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে প্রি অর্ডার করা যাচ্ছে।

Samsung Neo QLED 8K TV -এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Samsung Neo QLED 8K TV একটি কাটিং এজ টেলিভিশন, যা অসমান্তরাল ভিউইং এক্সপেরিয়েন্স অফার করবে। আর এর ৭৫/৬৫ ইঞ্চি স্লিক ডিসপ্লেটি সুপার স্লিম বেজেল দ্বারা পরিবেষ্টিত। তাছাড়া টিভিটি ২১: ৯ এবং ৩২: ৯ এসপেক্ট রেশিও অফার করবে। এতে রয়েছে কোয়ান্টাম ম্যাট্রিক্স টেকনোলজি। ফলে টিভিটি আল্ট্রা ফাস্ট কনট্রাস্ট এবং মনোরম ভিউইং এক্সপেরিয়েন্স সরবরাহ করতে পারবে।

আবার ডিভাইসটির সবচেয়ে অভিনব ফিচার হল এর বিল্ট- ইন আইওটি হাব। যার মাধ্যমে এটি অন্যান্য স্মার্ট ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাছাড়া টিভিটির নিওকিউলেড প্যানেল চিরাচরিত অন্যান্য স্মার্ট টিভির তুলনায় আরো বেশি জায়গা জুড়ে উজ্জ্বলতা প্রদান করবে।

এবার আলোচনা করা যাক Samsung Neo QLED 8K TV -র অডিও সিস্টেম সম্পর্কে। নতুন এই স্মার্ট টিভিতে নির্দিষ্ট অ্যাকশনের সাথে সাথে সাউন্ড এফেক্ট মেলানোর জন্য ব্যবহৃত হয়েছে অডিও ভিজ্যুয়াল ট্রাকিং ওটিসি প্রো টেকনোলজি। তদুপরি নয়া স্মার্ট টিভির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, ফোরকে রেজোলিউশনের সাথে ১২০ হার্টজ মোশন এনহান্সমেন্ট, ডাইনামিক এক্সিলেশন টেকনোলজি এবং এএমডি ফ্রি সিঙ্ক প্রিমিয়াম প্রো টেকনোলজি। যার ফলে ডিভাইসটি আলট্রা লো ল্যাটেন্সির পাশাপাশি আল্ট্রা হাই ডেফিনেশন গেমিং এক্সপেরিয়েন্স অফার করতে সক্ষম।

Show Full Article
Next Story