বাজারে এসে গেল নতুন Sony Bravia 7 টিভি, এবার সিনেমা দেখা বা গেম খেলার মজা হবে দ্বিগুণ

টিভি বাজারে নিজের জনপ্রিয়তার পারদ আরও চড়িয়ে তুলতে, সনি কোম্পানি এবার তাদের নতুন সনি ব্রাভিয়া ৭ সিরিজ নিয়ে হাজির হল। এই নতুন স্মার্ট টিভি সম্ভার…

টিভি বাজারে নিজের জনপ্রিয়তার পারদ আরও চড়িয়ে তুলতে, সনি কোম্পানি এবার তাদের নতুন সনি ব্রাভিয়া ৭ সিরিজ নিয়ে হাজির হল। এই নতুন স্মার্ট টিভি সম্ভার প্রিমিয়াম সেগমেন্টে এসেছে, যেগুলিতে উদ্ভাবনী স্লেট ডিজাইন দেখা যাবে। এদিকে, সনি ব্রাভিয়া ৭ সিরিজে ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এবং ৭৫ ইঞ্চি – তিনটি ভিন্ন স্ক্রিন সাইজের মডেল বিকল্প হিসেবে মিলবে। আর এগুলির প্রত্যেকটিই নেক্সট জেনের কগনিটিভ প্রসেসর এক্সআরের পাশাপাশি উন্নত স্ট্রিমিং পরিষেবার জন্য ইমার্সিভ ভিজ্যুয়াল মোড, সাউন্ডের জন্য স্টুডিও ক্যালিব্রেটেড মোড, ডলবি ভিশন, ডলবি অ্যাটমস্ এবং প্রাইম ভিডিও ক্যালিব্রেটেড মোডের মতো অপশন বহন করবে। চলুন এখন সনি ব্রাভিয়া ৭ সিরিজের টিভির দাম ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

সনি ব্রাভিয়া ৭ মিনি এলইডি টিভি সিরিজের মূল্য, প্রাপ্যতা

নতুন সনি ব্রাভিয়া ৭ মিনি এলইডি সিরিজের ৫৫ ইঞ্চি টিভি মডেলের (কে-৫৫এক্সআর৭০) দাম ১,৮২,৯৯০ টাকা থেকে শুরু হচ্ছে, যেখানে ৬৫ ইঞ্চি মডেলের (কে-৬০এক্সআর৭০) প্রারম্ভিক দাম রাখা হয়েছে ২,২৯,৯৯০ টাকা। এগুলি ভারতের প্রতিটি সনি সেন্টার, প্রধান প্রধান ইলেকট্রনিক স্টোর এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে আজ থেকে কেনার জন্য উপলব্ধ হয়েছে।

তবে এই মুহূর্তে ব্রাভিয়া ৭ সিরিজের ৭৫ ইঞ্চি মডেলটির দাম কোম্পানি ঘোষণা করেনি, এই বিষয়ে পরে জানানো হবে।

সনি ব্রাভিয়া ৭ মিনি এলইডি টিভি সিরিজের ফিচার

নতুন সনি ব্রাভিয়া ৭ সিরিজের সমস্ত টিভিতেই ১২০ এফপিএসের নেটিভ ৪কে রেজোলিউশন বিশিষ্ট ডিসপ্লে আছে। এগুলি এইচডিআর টোন ম্যাপিং ফিচারের সাথেও এবং প্লেস্টেশন ৫ (বা পিএস ৫)-এর মতো গেমিং কনসোল ব্যবহার করার সময় বিশেষ সেটিং অ্যাক্সেস করতে দেয়। এমনকি পিএস ৫-এর সাথে সংযুক্ত থাকাকালীন এই টিভিগুলি স্বয়ংক্রিয়ভাবে গেম মোডে স্যুইচ করার বিকল্পও বহন করে।

পারফরম্যান্সের কথা বললে, এই সনি ব্রাভিয়া টিভিগুলির প্রত্যেকটিই কগনিটিভ প্রসেসর এক্সআর চিপসেটের সাথে আসে। আবার টেলিভিশন সিরিজটিতে অ্যাকোস্টিক মাল্টি-অডিও এবং ভয়েস জুম ৩ ফিচারসহ দুটি সাইড-মাউন্টেড স্পিকারও রয়েছে যা এআই মেশিন লার্নিং সাপোর্ট করে। অর্থাৎ এগুলিতে যে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি উপভোগ করা যাবে, তাতে সন্দেহ নেই। তাছাড়া ভালো গেমিং এক্সপিরিয়েন্সের জন্য এগুলি ভ্যারিয়েবল রিফ্রেশ রেট থেকে শুরু করে অটো লো ল্যাটেন্সি মোডের মতো ফিচারও অফার করে।