55 ইঞ্চি ও 65 ইঞ্চি স্ক্রিনের সাথে লঞ্চ হল Sony Bravia 8 সিরিজের স্মার্ট টিভি, দাম কত

Sony ভারতীয় বাজারে OLED TV Series Bravia 8 লঞ্চ করল। এই নতুন টিভিগুলি ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি স্ক্রিন সাইজে এসেছে। এর...
SUMAN 13 Aug 2024 9:26 AM IST

Sony ভারতীয় বাজারে OLED TV Series Bravia 8 লঞ্চ করল। এই নতুন টিভিগুলি ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি স্ক্রিন সাইজে এসেছে। এর মধ্যে ৫৫ ইঞ্চি K-55XR80 মডেলের দাম রাখা হয়েছে ২,১৯,৯৯০ টাকা। আবার ৭৫ ইঞ্চি K-65XR80 এর মূল্য ধার্য করা হয়েছে ৩,১৪,৯৯০ টাকা। সনির এই নতুন টিভিগুলি আপনি সনি সেন্টার ছাড়াও বড় বড় ইলেকট্রনিক স্টোর, ই-কমার্স পোর্টাল থেকে কিনতে পারবেন। সংস্থার এই নতুন টিভি দুটির সাথে দুই বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। ব্রাভিয়া ৮ সিরিজে রয়েছে ডলবি অ্যাটমস সারাউন্ড সাউন্ড এবং ডলবি ভিশন এইচডিআর-সহ নানা ফিচার।

Sony OLED TV Series Bravia 8 এর ফিচার ও স্পেসিফিকেশন

ব্রাভিয়া ৮ সিরিজে রয়েছে সনির শক্তিশালী এআই প্রসেসর এক্সআর। সংস্থার দাবি, এই প্রসেসর মানুষের মস্তিষ্কের মতোই ডেটা প্রসেস করে। দুর্দান্ত পিকচার কোয়ালিটির জন্য এতে রয়েছে এক্সআর ফোরকে আপসেলিং প্রযুক্তি। এটি ২কে রেজোলিউশন কোয়ালিটিকে বাড়িয়ে ৪কে কোয়ালিটিতে পরিণত করতে পারে। এছাড়া সনি ব্রাভিয়া সিরিজের টিভি দূটিতে আছে এক্সআর কনট্রাস্ট বুস্টার, এক্সআর ওএলইডি মোশন এবং এক্সআর ক্লিয়ার ইমেজ।

সাউন্ডের জন্য নতুন টিভিগুলিতে অ্যাকোস্টিক সারফেস অডিও+ প্রযুক্তি দিচ্ছে সনি। এটি স্ক্রিনের অভ্যন্তরে কম্পন তৈরি করে স্পিকার থেকে আরও দুর্দান্ত সাউন্ড নিয়ে আসে। বিশেষ বিষয় হল এই টিভিতে দেওয়া টুইটার স্ক্রিনের প্রতিটি অংশকে স্পিকারে পরিণত করে।

সনির টিভিতে আগে নেটফ্লিক্স অ্যাডাপটিভ ক্যালিব্রেটেড মোড এবং সনি পিকচার্স কোর ক্যালিব্রেটেড মোড থাকতো, তবে ব্রাভিয়া ৮ সিরিজে সংস্থাটি একটি নতুন প্রাইম ভিডিও ক্যালিব্রেটেড মোডও দিয়েছে। ক্যালিব্রেটেড মোড মূল কন্টেন্টের ছবির মান ঠিক রাখতে কাজ করে। গেমিংয়ের জন্য ব্রাভিয়া ৮-কেও অপটিমাইজ করেছে সনি। এর জন্য এতে রয়েছে অটো এইচডিআর টোন ম্যাপিং, ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং অটো লো ল্যাটেন্সি মোড।

Show Full Article
Next Story