সোনি ইন্ডিয়া ভারতের বাজারে Sony Bravia 9 সিরিজ লঞ্চ করল। এই ফ্ল্যাগশিপ মিনি এলইডি টিভি লাইনআপে 85 ইঞ্চি পর্যন্ত মডেল অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য সম্প্রতি সোনি ভারতে ব্রাভিয়া 3 সিরিজের টিভি এনেছিল। নতুন Sony Bravia 9 সিরিজ স্লেট ডিজাইন এবং অত্যন্ত পাতলা বিল্ড অফার করবে। এছাড়াও, কার্ভড স্টিল স্ট্যান্ড এই সিরিজের টিভিগুলিকে এলিগেন্ট লুক প্রদান করেছে।
Sony-র নতুন Smart TV লাইনআপে 75 ইঞ্চি ও 85 ইঞ্চি স্ক্রিন সাইজের মডেল রয়েছে এবং এগুলিতে উন্নত এআই প্রসেসর এক্সআর বর্তমান। এই প্রসেসরের সাহায্যে ভাইব্রেন্ট কালার, ডিপ কন্ট্রাস্ট, দারুণ কনট্রাস্ট ও মধুর সাউন্ড উপভোগ করা যাবে। এছাড়া নতুন এই টিভি মডেলগুলিতে থাকছে এক্সআর ব্যাকলাইট মাস্টার ড্রাইভ প্রযুক্তি।
আবার মিনি এলইডি প্রযুক্তির টিভিগুলি এক্সআর কনট্রাস্ট বুস্টার 30 এর সাথে আরও ভালো ডেপ্থ, ডিপ ব্ল্যাক এবং ব্রাইট হোয়াট কালার অফার করবে। আবার টিভিগুলির স্টুডিও ক্যালিব্রেটেড মোডের মধ্যে নেটফ্লিক্স অ্যাডাপ্টিভ, সোনি পিকচার্স কোর এবং প্রাইম ভিডিও ক্যালিব্রেটেড মোড অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে নতুন স্মার্ট টিভিগুলিতে আছে আইম্যাক্স এনহ্যান্সড, ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমস সাপোর্ট। ক্রেতারা সোনি পিকচার মুভিজ, 4কে এইচডিআর এবং আইম্যাক্স সনি পিকচার্স কোরের সাথে দুর্দান্ত সব কনটেন্ট দেখার সুবিধা পান। Sony Bravia 9 সিরিজের টিভি ক্রেতাদের 24 মাসের জন্য 10টি ফ্রি স্ট্রিমিং ক্রেডিট দেওয়া হবে।
Sony Bravia 9 সিরিজের Smart TV-র দাম
সোনি ব্রাভিয়া 9 এর 75 ইঞ্চি স্ক্রিন মডেলের (75এক্সআর90) দাম রাখা হয়েছে 4,49,990 টাকা। এছাড়া ব্রাভিয়া 9 (85এক্সআর90) এর 85 ইঞ্চি স্ক্রিনের মডেলটির মূল্য ধার্য করা হয়েছে 5,99,990 টাকা। সনি সেন্টার ছাড়াও বড় বড় ইলেকট্রনিক স্টোর ও অনলাইন রিটেইলারদের থেকে টিভিগুলি কেনা যাবে।