- Home
- »
- টেলিভিশন »
- 55 থেকে 83 ইঞ্চির পাঁচ দুর্ধর্ষ OLED...
55 থেকে 83 ইঞ্চির পাঁচ দুর্ধর্ষ OLED টিভি দেশে লঞ্চ করল Sony, ছবি-সাউন্ড মন মাতিয়ে রাখবে
সনি (Sony) ভারতে তাদের BRAVIA XR OLED A80L সিরিজের টিভি লঞ্চ করেছে৷ এই স্মার্ট টিভি সিরিজটি পাঁচটি ভ্যারিয়েন্ট নিয়ে...সনি (Sony) ভারতে তাদের BRAVIA XR OLED A80L সিরিজের টিভি লঞ্চ করেছে৷ এই স্মার্ট টিভি সিরিজটি পাঁচটি ভ্যারিয়েন্ট নিয়ে গঠিত - XR-55A80K, XR=55A80L, XR-65A80L, XR-77A80L এবং XR-83A80L। এর মধ্যে দুটি মডেল ৫৫ ইঞ্চির এবং অন্যগুলি যথাক্রমে ৬৫, ৭৭ এবং ৮৩ ইঞ্চির। এগুলিতে এক্সআর ওলেড মোশন প্রযুক্তি, এইচডিআর১০ এবং ডলবি ভিশন সাপোর্ট করে। এছাড়াও অ্যান্ড্রয়েড টিভিগুলিতে ৩২ জিবি স্টোরেজ এবং গুগল টিভি ওএস রয়েছে। আসুন তাহলে ভারতের বাজারে পা রাখা Sony BRAVIA XR OLED A80L সিরিজের টিভিগুলির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Sony BRAVIA XR OLED A80L সিরিজের স্পেসিফিকেশন
নতুন এক্সআর ওলেড এ৮০এল টিভিগুলিতে রয়েছে কগনিটিভ প্রসেসর এক্সআর, ৫.১ চ্যানেল অ্যাকোস্টিক সারফেস অডিও+ এবং ৪কে এইচডিআর আউটপুট। এই সিরিজের টিভিগুলি ১ বিলিয়নেরও বেশি কালার অ্যাক্সেস করতে সক্ষম। টিভিতে এক্সআর ৪কে আপস্কেলিং এবং একআর ওলেড মোশন প্রযুক্তিও রয়েছে। এটি গেম খেলার ব্যবহার করা যেতে পারে এবং বিশেষ গেমিংও মোড রয়েছে। আবার এইচডিএমআই ২.১ সংযোগ এবং পরিবর্তনশীল রিফ্রেশ রেট এবং ১২০ এফপিএস (fps) ফ্রেম রেট বর্তমান।
ভারতে Sony BRAVIA A80L টিভিতে অটো লো লেটেন্সি মোড (ALLM), অটো এইচডিআর টোন-এর মতো কয়েকটি আকর্ষনীয় ফিচার রয়েছে। অ্যাকোস্টিক সারফেস অডিও+ প্রযুক্তি সরাসরি স্ক্রিন থেকে শব্দ বের করে। টিভিগুলি এক্স-ব্যালেন্সড স্পিকার সেটআপের সাথে মিলিত ডলবি অ্যাটমসও সাপোর্ট করে। মডেলগুলি সনি ব্রাভিয়া ক্যামেরার সাথেও এসেছে, যা রুমে ব্যবহারকারীর অবস্থান এবং টিভি থেকে তার দূরত্বকে বুঝে ভলিউম এবং ছবির সেটিংস পরিবর্তন করে।
এছাড়াও, Sony BRAVIA XR A80L টিভি এইচডিআর১০, এইচএলজি এবং ডলবি ভিশন সাপোর্ট করে। টিভিগুলিতে ৩২ জিবি স্টোরেজ রয়েছে এবং এগুলি গুগল টিভি ওএস ভিত্তিক অ্যান্ড্রয়েড টিভি-তে চলে। নয়া সনি ব্রাভিয়া টিভিতে থাকা পিকচার মোডগুলি হল - ভিভিড, স্ট্যান্ডার্ড, সিনেমা, আইম্যাক্স এনহ্যান্সড, গেম, গ্রাফিক্স, ফটো এবং কাস্টম।
উল্লেখ্য, Sony BRAVIA XR OLED A80L টিভিগুলি নেটফ্লিক্সের জন্য ক্যালিব্রেট করা হয়েছে এবং এগুলি গুগল ক্রোমকাস্টও সাপোর্ট করে৷ টিভিগুলি গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং অ্যামাজন অ্যালেক্সার মতো ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাথে কম্প্যাটিবল। নতুন সনি ব্রাভিয়া লাইনআপটি অ্যাপল এয়ারপ্লে এবং অ্যাপল হোমকিট-এর সাপোর্ট সহ এসেছে। Sony BRAVIA XR টিভিগুলি ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৪.২ সংযোগের সাথে এইচআইডি এবং এইচওজিএফ (এনার্জি ডিভাইস) সাপোর্ট করে।
Sony BRAVIA XR OLED A80L সিরিজের মূল্য এবং লভ্যতা
সনি ব্রাভিয়া এক্সআর ওলেড এ৮০এল লাইনআপের ৬৫ ইঞ্চি মডেলটির দাম রাখা হয়েছে ৩,৪৯,৯০০ টাকা। তবে সনি ইন্ডিয়া এখনও অন্যান্য মডেলগুলির দাম ঘোষণা করেনি। টিভিটি সরাসরি সনি ইন্ডিয়ার ওয়েবসাইট বা এদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স এবং রিটেইল আউটলেটের মাধ্যমে কেনা যাবে।