পুজোর আগে বাড়ি আনুন নতুন টিভি, অসাধারণ ফিচার সহ Sony Bravia XR Master Series A95L TV ভারতে লঞ্চ হল

আজ অর্থাৎ ১১ই সেপ্টেম্বর ভারতের বাজারে লঞ্চ করা হল Sony Bravia XR Master Series A95L OLED TV। এই নয়া টেলিভিশন সিরিজ মোট দুটি ডিসপ্লে সাইজে…

আজ অর্থাৎ ১১ই সেপ্টেম্বর ভারতের বাজারে লঞ্চ করা হল Sony Bravia XR Master Series A95L OLED TV। এই নয়া টেলিভিশন সিরিজ মোট দুটি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে, যথা – ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি। Sony তাদের এই লেটেস্ট লাইনআপকে একাধিক উন্নত ফিচারের সাথে নিয়ে এসেছে। এই সিরিজে লেটেস্ট কগনিটিভ প্রসেসর এক্সআর, এক্সআর OLED কনট্রাস্ট প্রো, এক্সআর ট্রাইলুমিনাস ম্যাক্স, ব্রাভিয়া কোর, ব্রাভিয়া ক্যাম, ৩ডি সারাউন্ড সারাউন্ড সমর্থিত স্পিকার সিস্টেম, ভয়েস জুম ২, ৩৬০-স্প্যাটিয়াল সাউন্ড পার্সোনালাইসার সহ আরও অনেক বৈশিষ্ট্য বিদ্যমান। এছাড়া – গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, ইন-বিল্ট ক্রোমকাস্ট, অ্যাপল এয়ারপ্লে সহ একাধিক গেমিং ফিচারের সাপোর্টও পাওয়া যাবে এই সিরিজে। চলুন নতুন Sony Bravia XR Master Series A95L OLED TV -এর দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ভারতে Sony Bravia XR Master Series A95L TV -এর দাম ও লভ্যতা

এদেশের সনি ব্রাভিয়া এক্সআর মাস্টার সিরিজ এ৯৫এল টিভিকে মোট দুটি ডিসপ্লে ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৫৫-ইঞ্চি মডেলের দাম ৩,৩৯,৯৯০ টাকা রাখা হয়েছে। আর ৬৫-ইঞ্চির বিকল্পটিকে ৪,১৯,৯৯০ টাকায় কেনা যাবে। আগ্রহীদের জানিয়ে রাখি, আলোচ্য সিরিজকে আজ থেকেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট, সনি সেন্টার, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং দেশের শীর্ষস্থানীয় অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে বিক্রির জন্য উপলব্ধ করা হবে।

Sony Bravia XR Master Series A95L TV এর স্পেসিফিকেশন ও ফিচার

প্রথমেই আসা যাক ডিজাইনের প্রসঙ্গে। সনি ব্রাভিয়া এক্সআর মাস্টার সিরিজ এ৯৫এল টিভি সাধারণ ওয়ান স্লেট ডিজাইনের সাথে নিয়ে আসা হয়েছে, যা ডিসপ্লে প্যানেল এবং বেজেলকে একক স্লেটে মিশিয়ে দেয়। টিভিগুলির ব্যাক প্যানেলটি অ্যালুমিনিয়াম দ্বারা নির্মিত। আলোচ্য সিরিজের রিটেল বক্সে একটি থ্রী-ওয়ে স্ট্যান্ডও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া সিরিজটি ক্লাটার-ফ্রি রিয়ার কভার ও কেবল হোল্ডারের সাথেও লঞ্চ হয়েছে, যা ডিভাইসের সাথে সংযুক্ত কেবল বা তারগুলিকে লুকিয়ে রাখতে সাহায্য করবে।

ফিচারের কথা বললে, Sony Bravia XR Master Series A95L TV -তে রয়েছে হাই ব্রাইটনেস এবং কনট্রাস্ট লেভেল যুক্ত ৫৫-ইঞ্চি এবং ৬৫-ইঞ্চির QD-OLED ডিসপ্লে প্যানেল। আর এই নয়া টিভিগুলি HDR10, HLG, ডলবি ভিশন, নেটফ্লিক্স-ক্যালিব্রেটেড মোড, এক্সআর ৪কে আপস্কেলিং-টু-আপস্কেল, এক্সআর ওলেড মোশন, এবং আইমাক্স এনহ্যান্স কনটেন্ট দেখার জন্য ব্রাভিয়া কোর ক্যালিব্রেটেড মোড অফার করে৷

সনি ব্র্যান্ডিংয়ের এই নতুন সিরিজে অ্যাকোস্টিক সারফেস অডিও প্রযুক্তি সমর্থিত দুটি ২০ ওয়াট এবং দুটি ১০ ওয়াটের স্পিকার সিস্টেম আছে। এছাড়া ডিভাইসে বিদ্যমান এক্সআর সারাউন্ড ফিচার, অতিরিক্ত স্পিকার ছাড়াই ৩ডি অডিও এফেক্ট তৈরি করতে বিল্ট-ইন স্পিকার এবং ডলবি অ্যাটমস প্রযুক্তি ব্যবহার করবে। তদুপরি, সিনেমা দেখাকালীন উন্নত অডিও ও ভিউয়িং অভিজ্ঞতা প্রদানের জন্য এতে ভয়েস জুম ২ ফিচার এবং পজিশন ট্র্যাকিং ও ভিউয়িং ডিস্টেন্স অ্যানালাইসিস সমর্থিত ব্রাভিয়া ক্যাম বর্তমান। যার মধ্যে ভয়েস জুম ২ ফিচারটি ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড সরবরাহের জন্য, ব্যবহারকারী টিভির থেকে কতটা দূরে বা সামনে বসে আছেন তা বুঝে নিয়ে সেই অনুযায়ী ভলিউম সামঞ্জস্য করবে।

এদিকে Sony Bravia XR Master Series A95L TV অটো এইচডিআর টোন ম্যাপিং সহ এসেছে, যা PS5 সেটআপের সাথে টিভি সংযুক্ত থাকাকালীন এইচডিআর সেটিংস অপ্টিমাইজ করে দুর্দান্ত এইচডিআর কোয়ালিটির গেমিং ভিজ্যুয়াল অফার করে। এই টিভিগুলির গেমিং বৈশিষ্ট্যগুলির মধ্যে সামিল রয়েছে – যাবতীয় গেমিং সেটিংসের জন্য একটি ডেডিকেটেড স্পেস, মাল্টি ভিউ, ডলবি ভিশন, ৪কে / ১২০ ফ্রেম-পার-সেকেন্ড (fps), ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং অটো লো লেটেন্সি মোড৷

স্মার্ট ফিচার হিসাবে, সদ্য লঞ্চ হওয়া Sony Bravia XR Master Series A95L টিভিগুলিতে প্রি-ইনস্টলড গুগল টিভি (Google TV) অ্যাপ রয়েছে। যার দরুন ব্যবহারকারীরা – নেটফ্লিক্স (Netflix), ইউটিউব (YouTube), প্রাইম ভিডিও (Prime Video), অ্যাপল টিভি (Apple TV), এবং ডিজনি+হটস্টার (Disney+ Hotstar) -এর মতো ওটিটি অ্যাপের অ্যাক্সেস পাবেন৷ আবার গুগল প্লে স্টোর ব্যবহার করে ১০,০০০টিরও বেশি অ্যাপ এবং গেম সরাসরি টিভিতে ডাউনলোড করা যাবে। ভয়েস কমেন্টিং করে টিভি নিয়ন্ত্রণ করতে, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি বর্তমান। এছাড়া – আলেক্সা, ইন-বিল্ট ক্রোমকাস্ট এবং অ্যাপল এয়ারপ্লেও সাপোর্ট করবে সিরিজটি।

পরিশেষে, কানেক্টিভিটির জন্য Sony Bravia XR Master Series A95L OLED TV -তে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, একটি ইথারনেট পোর্ট, একটি আরএফ পোর্ট, চারটি এইচডিএমআই ২.১ পোর্ট, একটি ডিজিটাল অডিও আউটপুট পোর্ট, একটি ৩.৫ মিমি অডিও জ্যাক, এবং দুটি ইউএসবি পোর্ট পাওয়া যাবে।