Sony লঞ্চ করল নতুন LED TV সিরিজ, ছবি প্রাণবন্ত করতে রয়েছে বিশেষ প্রযুক্তি

জনপ্রিয় সংস্থা Sony লঞ্চ করল 2023 Bravia XR স্মার্ট টিভি লাইনআপ। এই সিরিজের টেলিভিশনগুলিতে রয়েছে QD-OLED ডিসপ্লে।...
techgup 3 March 2023 10:53 AM IST

জনপ্রিয় সংস্থা Sony লঞ্চ করল 2023 Bravia XR স্মার্ট টিভি লাইনআপ। এই সিরিজের টেলিভিশনগুলিতে রয়েছে QD-OLED ডিসপ্লে। প্রসঙ্গত উল্লেখ্য, Sony ব্র্যান্ডের টিভিতে ব্যবহৃত সংস্থার কগনিটিভ প্রসেসর এক্সআর (Sony’s Cognitive Processor XR) এখনো পর্যন্ত প্রতিযোগিতার বাজারে ব্র্যান্ডটির স্বতন্ত্রতা বজায় রেখেছে এবং সেইসঙ্গে এই বছর কোম্পানিটি এক্সআর ক্লিয়ার ইমেজ (XR Clear Image) নামে বিশেষ টেকনোলজি নিয়ে এসেছে যা, স্বয়ংক্রিয়ভাবে পিকচার কোয়ালিটি নিয়ন্ত্রণ করবে।

এখানে জানিয়ে রাখি, Sony Playstation 5 এবং Xbox Series X -এর মত হাই এন্ড প্রোডাক্টগুলির জনপ্রিয়তা বৃদ্ধির সাথে ব্র্যান্ডটি গেমিং অভিজ্ঞতা বাড়ানোর দিকেও মনোনিবেশ করেছে। তাই নতুন লাইনআপের সমস্ত স্মার্ট টিভিগুলি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সাথে 4K রেজোলিউশন অফার করবে, যা গেমিংয়ের জন্য উপযুক্ত। আর স্মার্ট টিভিগুলিতে দুটি এইচডিএমআই ২.১ পোর্ট উপলব্ধ। বাকি দুটি এইচডিএমআই ২.০ পোর্ট।

এই সিরিজের Sony X90L হল একটি ডিমিং এলইডি টিভি, যা সাশ্রয়ী মূল্যে আসলেও চমৎকার পারফরম্যান্স অফার করবে। সেই সঙ্গে এই স্মার্ট টিভিতে প্রিমিয়াম ডিজাইন প্রদান করার জন্য ব্র্যান্ডটি প্লাস্টিক থেকে অ্যালুমিনিয়াম বেজেলে আপডেট করেছে। সেই সঙ্গে এতে যথাক্রমে ৬০ শতাংশ এবং ৩০ শতাংশ পর্যন্ত স্থানীয় ডিমিং জোন এবং সর্বোচ্চ উজ্জ্বলতা বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া নতুন সিরিজের এই স্মার্ট টিভিতে দেওয়া হয়েছে সবচেয়ে বড় ৯৮ ইঞ্চি ডিসপ্লে ।

পাশাপাশি Sony A80L OLED স্মার্ট টিভিটি ৮৩ ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে। যা ১০ শতাংশ বেশি উজ্জ্বলতা অফার করবে। তবে অন্যান্য দিক থেকে দেখতে গেলে এটি ২০২২ সালে লঞ্চ হওয়া Sony A80K WRGB OLED টিভির সমতুল্য।

সবশেষে আলোচনা করা যাক Sony QD-OLED A95L স্মার্ট টিভি সম্পর্কে। এটি নতুন লাইনআপের সবচেয়ে আকর্ষণীয় স্মার্ট টিভি। যা এর পূর্বসূরীর তুলনায় ২০০ শতাংশ বেশি উজ্জ্বলতা অফার করার প্রতিশ্রুতি দেয়।

যাইহোক, নতুন সিরিজের স্মার্ট টিভিগুলির ডিজাইন ও স্পেসিফিকেশন ছেড়ে এবার আলোকপাত করা যাক এগুলির সফটওয়্যার প্রসঙ্গে। সংস্থাটি এনার্জি সেভিং টেকনিক এবং ইকো ফ্রেন্ডলি অপশন প্রচার করার জন্য চালু করেছে ইকো ড্যাশবোর্ড, যা হোমস্ক্রিন থেকে অ্যাক্সেস করা যাবে। উপরন্তু স্মার্ট টিভিগুলিতে গেমিংয়ের জন্য থাকছে একটি সেটিংস মেনু, যার মাধ্যমে ভিআরআর মোশন, ব্লার রিডাকশন, ব্ল্যাক ইকুইলাইজার, কনট্রাস্ট এডজাস্টমেন্ট এবং অনস্ক্রিন নিয়ন্ত্রণ করা সম্ভব।

Show Full Article
Next Story