Smart TV কেনার মোক্ষম সুযোগ, অর্ধেক দামে মিলছে এই সমস্ত মডেল, দাম শুরু 6999 টাকা থেকে

Flipkart Sale: আজ অর্থাৎ ৪ঠা মে থেকে Flipkart-এ শুরু হচ্ছে Big Saving Days সেল, যদিও একদিন আগেই সংস্থার Plus মেম্বাররা...
Anwesha Nandi 4 May 2023 10:52 AM IST

Flipkart Sale: আজ অর্থাৎ ৪ঠা মে থেকে Flipkart-এ শুরু হচ্ছে Big Saving Days সেল, যদিও একদিন আগেই সংস্থার Plus মেম্বাররা এই সেলের অ্যাক্সেস পেয়েছেন। আর সেল মানেই তো নানা অফারের পসরা। এমতাবস্থায় আপনার যদি নতুন স্মার্ট টিভি কেনার পরিকল্পনা থাকে, তাহলে কিন্তু এই Flipkart সেলটি মিস করা একদমই উচিত হবেনা – কারণ, এখানে অন্যান্য জিনিসের পাশাপাশি দুর্দান্ত ফিচারবিশিষ্ট স্মার্ট টিভিও বিশাল ডিসকাউন্টে মিলবে। বিশেষত Flipkart Big Saving Days সেলে Thomson-এর সমস্ত টিভিতেই পাওয়া যাবে ব্যাপক ছাড়। শুধু তাই নয়, ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও সেল চলাকালীন SBI বা State Bank of India-র ক্রেডিট কার্ড ব্যবহার করে টিভি কিনলে অতিরিক্ত ১০% ছাড় এবং Flipkart Axis Bank ক্রেডিট কার্ডে ৫% ক্যাশব্যাকের সুবিধা থাকবে৷ নিঃসন্দেহে নতুন টিভি কেনার এটি একটি চমৎকার সুযোগ!

Flipkart Big Saving Days-এ Thomson-এর টিভি কিনলে দারুণ লাভ

আপনার যদি টিভি কেনার বাজেট কম হয় তাহলে বলি, চলতি ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে থমসনের যেখানে 24 Alpha 001 মডেলটি ৬,৯৯৯ টাকায় কেনা যাবে, যেখানে 32ALPHA007BL টিভিটির দাম পড়বে ৭,৯৯৯ টাকা। একইভাবে এই সময় 32PATH0011 মডেল ৮,৯৯৯ টাকায়, 32PATH0011BL মডেল ৯,৪৯৯ টাকায় এবং 40ALPHA009BL মডেলটি ১২,৯৯৯ টাকায় মিলবে। আবার 42PATH2121 টিভি কিনতে গেলে ১৫,৯৯৯ টাকা খরচ হবে।

এক্ষেত্রে ২০,০০০ টাকার বেশি বাজেট রেঞ্জে উপলব্ধ 43 OP MAX9099 মডেল, 50PATH1010BL মডেল 55OATHPRO 01010 মডেল ইত্যাদিতেও থাকবে ছাড়। প্রসঙ্গত উল্লেখ্য, ফ্লিপকার্ট সেলে থমসনের সবচেয়ে প্রিমিয়াম টিভির দাম হবে ৮৪,৯৯৯ টাকা।

Thomson-এর টিভি কিনলে পাবেন এইসব ফিচার

থমসনের অ্যান্ড্রয়েড টিভি সিরিজ বেজেল-লেস ডিজাইন, আল্ট্রা-হাই ডেফিনিশন রেজোলিউশন, ডলবি ভিশন এবং HDR10+ প্রযুক্তিসহ আসে। পারফরম্যান্সের জন্য সংস্থার বেশিরভাগ টিভিতেই ১.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের অ্যামলজিক প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এগুলিতে দেওয়া হয়েছে ২ জিবি র‌্যাম ও ১৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ। শুধু তাই নয়, এই টিভিগুলিতে ৪০ ওয়াট সাউন্ড আউটপুট ডলবি এমএস ১২, ডলবি ডিজিটাল প্লাস এবং ডিটিএস ট্রুসারাউন্ডের মত অডিও ফিচারও দেখা যাবে। উপরন্তু স্মার্ট টিভি হওয়ায় এইসব মডেলে Netflix, Prime Video, Disney+Hotstar, Zee5, Apple TV, VOOT, Sony Liv-এর মত প্ল্যাটফর্ম এবং Play Store অ্যাক্সেস করা যাবে।

Show Full Article
Next Story