- Home
- »
- টেলিভিশন »
- সস্তায় Smart TV ও ওয়াশিং মেশিন লঞ্চ করল...
সস্তায় Smart TV ও ওয়াশিং মেশিন লঞ্চ করল Thomson, মিলবে একাধিক লেটেস্ট ফিচার
আবারও ভারতে নতুন স্মার্ট টিভি লাইনআপ লঞ্চ করল Thomson। আর শুধু টিভিই নয়, একইসাথে জনপ্রিয় ইলেকট্রনিক্স কোম্পানিটি নতুন...আবারও ভারতে নতুন স্মার্ট টিভি লাইনআপ লঞ্চ করল Thomson। আর শুধু টিভিই নয়, একইসাথে জনপ্রিয় ইলেকট্রনিক্স কোম্পানিটি নতুন ওয়াশিং মেশিনও বাজারে এনেছে। এক্ষেত্রে নতুন টিভি সিরিজের নাম দেওয়া হয়েছে Thomson FA, যেখানে ৫০ ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সাইজের পাঁচটি মডেল উপলব্ধ। এগুলিতে Realtek প্রসেসর, Google TV অপারেটিং সিস্টেম, 4K ডিসপ্লে ইত্যাদি ফিচার পাওয়া যাবে। অন্যদিকে Thomson-এর নতুন সেমি-অটোমেটিক টপ লোডিং ওয়াশিং মেশিন কেনার ক্ষেত্রে মিলবে ৯ কেজি থেকে শুরু করে ১২ কেজি ক্ষমতা সম্পন্ন চারটি বিকল্প। আসুন এখন এই নতুন Smart TV এবং ওয়াশিং মেশিনগুলির দাম, স্পেসিফিকেশন ইত্যাদি তথ্য বিশদে জেনে নিই।
নতুন Thomson টিভি এবং ওয়াশিং মেশিনের দাম, প্রাপ্যতা
থমসন এফএ সিরিজের অধীনে ৩২ ইঞ্চি, ৪০ ইঞ্চি এবং ৪২ ইঞ্চি সাইজের তিনটি ফুল-এইচডি টিভি লঞ্চ হয়েছে, যেগুলি অ্যান্ড্রয়েড টিভি ১১ ওএসে চালিত হয়। এগুলি কিনতে দাম পড়বে যথাক্রমে ১০,৪৯৯ টাকা, ১৫,৯৯৯ টাকা এবং ১৬,৯৯৯ টাকা। এছাড়া এই সিরিজে আছে দুটি ৪কে (4K) ডিসপ্লে বিশিষ্ট গুগল টিভিও, যাদের স্ক্রিন সাইজ ৪৩ ইঞ্চি এবং ৫০ ইঞ্চি। এদের মধ্যে প্রথমটির দাম ২২,৯৯৯ টাকা এবং দ্বিতীয়টি মিলবে ২৭,৯৯৯ টাকায়।
আবার থমসনের নতুন ওয়াশিং মেশিনগুলির কথা বললে ৯ কেজি মডেলটির দাম পড়বে ৯,৪৯৯ টাকা, যেখানে ১০ কেজি ও ১১ কেজি মডেলদুটি যথাক্রমে ১০,৯৯৯ টাকা এবং ১১,৯৯৯ টাকায় পাওয়া যাবে। একইভাবে ১২,৯৯৯ টাকার বদলে কিনতে পারবেন ১২ কেজি মডেলটি।
প্রসঙ্গত উল্লেখ্য, এই নতুন স্মার্ট টিভি এবং ওয়াশিং মেশিনগুলি আগামী ৩০শে মে থেকে ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে বিক্রি হবে।
Thomson FA Smart TV সিরিজের স্পেসিফিকেশন
নতুন থমসন এফএ টিভিগুলি যে পাঁচটি স্ক্রিন সাইজে লঞ্চ হয়েছে, সেকথা আমরা আগেই বলেছি। এক্ষেত্রে তিনটি টিভি (মডেল নম্বর 32RT1022, 40RT1033, 42RT1044) ফুল-এইচডি রেজোলিউশন বিশিষ্ট এবং অপেক্ষাকৃত দামী মডেলদুটি (43OPMAXGT9010 ও 50OPMAXGT9020) ৪কে ডিসপ্লে বহন করবে; এগুলিতে দেখা যাবে বেজেল-লেস ডিজাইন। এদিকে পারফরম্যান্সের জন্য এসব টিভিতে দেওয়া হয়েছে রিয়েলটেক প্রসেসর, যেখানে কিছু মডেল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং বাকিগুলি গুগল টিভি ওএসের সাহায্যে চালিত হবে।
আবার ফুল-এইচডি মডেল তিনটিতে ৩০ ওয়াট স্পিকার, ডলবি ডিজিটাল প্রযুক্তির সাথে নেটফ্লিক্স (Netflix), প্রাইম ভিডিও (Prime Video), ডিজনি+হটস্টার (Disney+Hotstar), ভুট (VOOT) ইত্যাদি ওটিটি প্ল্যাটফর্ম এবং গুগল প্লে স্টোরসহ ৬,০০০টিরও বেশি অ্যাপ অ্যাক্সেস করা যাবে। এছাড়া ৪কে টিভিগুলি ডলবি ভিশন, এইচডিআর ১০+, ডলবি অ্যাটমোস, ডলবি ডিজিটাল প্লাস, ডিটিএস ট্রুসারাউন্ড, ৪০ ওয়াট ডলবি অডিও স্টেরিও বক্স স্পিকার, ২ জিবি র্যাম ইত্যাদি স্পেসিফিকেশন বহন করবে। শুধু তাই নয়, এই গোটা থমসন এফএ সিরিজে থাকবে মাল্টিপল প্রোফাইল, শিশু ইউজারের জন্য আলাদা অপশন, স্মার্ট কন্ট্রোল ইত্যাদি বৈশিষ্ট্যও।
Thomson-এর সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনের স্পেসিফিকেশন
থমসনের নতুন ওয়াশিং মেশিনগুলি ৩ডি (3D) ওয়াশ রোলারের সাথে এসেছে, যার কারণে এগুলির ভেতরে ঘড়ির কাঁটার বিপরীতে জল ঘোরাফেরা করে ডিটারজেন্টকে ছড়িয়ে পড়তে সাহায্য করে৷ এছাড়াও এই চারটি মেশিনেই দ্রুত কর্মক্ষমতার জন্য টার্বো ড্রাই স্পিন ফিচার, এয়ার সাকশন ড্রায়ার, ভালোভাবে কাপড় পরিষ্কারের জন্য বিশেষভাবে ডিজাইন করা ইত্যাদি অপশন দেওয়া হয়েছে। সাথে ডাবল ওয়াটার ফল এবং সফ্ট ক্লোজ লিডের মতো ফিচারও।