65 ইঞ্চি বড় স্ক্রিনের সাথে লঞ্চ হল Thomson Google TV, ঘরেই পাবেন থিয়েটারের বিনোদন

ভারতের ইলেকট্রনিক্স বাজারে Thomson নামটি অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে টিভি সেগমেন্টে। বিগত কয়েক বছর ধরেই এই ফরাসি...
Anwesha Nandi 11 April 2023 10:34 PM IST

ভারতের ইলেকট্রনিক্স বাজারে Thomson নামটি অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে টিভি সেগমেন্টে। বিগত কয়েক বছর ধরেই এই ফরাসি কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি এদেশের মানুষকে নানারকমের টিভি উপহার দিয়ে আসছে। এমনকি সময়ের সাথে তাল মিলিয়ে তারা এনেছে স্মার্ট টিভিও। আজ তারা নিজেদের বিদ্যমান OATH PRO MAX টিভি সিরিজকে প্রসারিত করতে নিয়ে এসেছে Google TV অপারেটিং সিস্টেম ভিত্তিক ৬৫ ইঞ্চি স্ক্রিনের টিভি। Thomson 65-inch Google TV নামে আসা এই লঞ্চ টেলিভিশনে রয়েছে Dolby Atmos, HDR10+, ১৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ এবং আরও অনেক আকর্ষণীয় ফিচার। আসুন নতুন Thomson 65-inch Google TV-র দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সংক্রান্ত সমস্ত তথ্যগুলি এক নজরে দেখে নিই।

Thomson 65-inch Google TV-এর মূল্য, উপলব্ধতা

নয়া থমসন ৬৫ ইঞ্চি গুগল টিভির দাম রাখা হয়েছে ৪৩,৯৯৯ টাকা। কোম্পানি এই মডেলটিকে ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে লঞ্চ করেছে এবং আগামী পরশু মানে ১৩ই এপ্রিল থেকে 'সামার সেভিং ডেজ' (Summer Saving Days) সেল চলাকালীন এটি কেনার জন্য উপলব্ধ হবে।

Thomson 65-inch Google TV-এর স্পেসিফিকেশন

নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে, ওথ প্রো ম্যাক্স সিরিজের অধীনে লঞ্চ হওয়া নতুন থমসন গুগল টিভি (65” OATH PRO MAX TV)-এর স্ক্রিন সাইজ ৬৫ ইঞ্চি, এই ডিসপ্লে ৪কে (4K) রেজোলিউশন এবং ৫০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে, আর এটি আইপিএস (IPS) প্যানেল। এর ডিজাইন সম্পূর্ণ ফ্রেমহীন প্রকৃতির। এদিকে পারফরম্যান্সের জন্য টিভিটিতে মিলবে মালি-জি৫২ জিপিউসহ এমটি৯০৬২ (MT9062) প্রসেসর, এর সাথে থাকবে ২ জিবি র‌্যাম + ১৬ জিবি মেমরি। আবার সফ্টওয়্যার ফ্রন্টে এই টিভিটি গুগল টিভি অপারেটিং সিস্টেমের সাহায্যে চলবে। একইভাবে এতে এইচডিআর ১০+ (HDR 10)+, ডিটিএস ট্রুসারাউন্ড (DTS TrueSurround) এবং ৪০ ওয়াট ডলবি অডিও স্টেরিও বক্স স্পিকারের পাশাপাশি ডলবি ভিশন প্রযুক্তি বিদ্যমান হবে।

উল্লেখ্য, কানেক্টিভিটির জন্য থমসন গুগল টিভিতে ডুয়েল ব্যান্ড (২.৪ + ৫ গিগাহার্টজ) ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.০ প্রযুক্তি দেখা যাবে। সাথে থাকবে এআরসি (ARC), সিইসি (CEC), একটি অপটিক্যাল অডিও, দুটি ইউএসবি পোর্ট, তিনটি এইচডিএমআই (HDMI) পোর্ট। এই টিভির সাথে দেওয়া হবে একটি রিমোট, যেখানে ইউজাররা নেটফ্লিক্স (Netflix), প্রাইম (Prime), ইউটিউব (YouTube) এর জন্য ডেডিকেটেড শর্টকাট-কী পাবেন।

Show Full Article
Next Story