- Home
- »
- টেলিভিশন »
- 5 থেকে 8 হাজার টাকার মধ্যে সেরা তিন LED...
5 থেকে 8 হাজার টাকার মধ্যে সেরা তিন LED TV, রয়েছে 32 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সহ দুর্দান্ত সাউন্ড
VW 60 cm (24 inches) Linux Frameless Series HD Ready Smart LED TV VW24C3 অ্যামাজন ইন্ডিয়ায় এই টিভি 6499 টাকায় পাওয়া যাচ্ছে। ফিচারের কথা বললে, এতে 1366×768 পিক্সেল রেজোলিউশন এইচডি রেডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
নতুন বছরে যদি বাড়িতে একটি নতুন LED TV আনতে চান, কিন্তু বাজেট যদি কম থাকে তাহলে ফ্লিপকার্ট এবং অ্যামাজন ইন্ডিয়ায় আপনার জন্য একাধিক বিকল্প রয়েছে। আর আপনার কষ্ট কমানোর জন্য আমরা এই প্রতিবেদনে তিনটি সেরা বিকল্পের সন্ধান দিতে চলেছি। উল্লেখিত তিনটি টিভির দাম 5,000 টাকা থেকে 8,000 টাকার মধ্যে। দাম কম হলেও এগুলিতে বেস্ট-ইন-ক্লাস ডিসপ্লে ও দুর্দান্ত সাউন্ড পাওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক 5 হাজার থেকে 8 হাজার টাকার মধ্যে উপলব্ধ কয়েকটি টিভি সম্পর্কে।
Foxsky 60.96 cm (24 inches) HD Ready LED TV 24FSN
অ্যামাজন ইন্ডিয়ায় এই টিভির দাম 5299 টাকা। এই টিভিতে আপনি ভিভিড পিকচার টেকনোলজি সহ এইচডি রেডি ডিসপ্লে পাবেন। সাথে আছে জিরো ডট এ+ গ্রেড প্যানেল। সাউন্ডের জন্য, এই টিভিতে থাকা স্পিকার 30 ওয়াট সাউন্ড আউটপুট দেবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে 2টি এইচডিএমআই এবং 2টি ইউএসবি পোর্ট রয়েছে। আবার এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে এই টিভির সাথে।
VW 60 cm (24 inches) Linux Frameless Series HD Ready Smart LED TV VW24C3
অ্যামাজন ইন্ডিয়ায় এই টিভি 6499 টাকায় পাওয়া যাচ্ছে। ফিচারের কথা বললে, এতে 1366×768 পিক্সেল রেজোলিউশন এইচডি রেডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফ্রেমলেস ডিজাইনের এই টিভি কোয়াড কোর প্রসেসরে চলে। সাউন্ডের জন্য এই টিভিতে রয়েছে 24 ওয়াটের সাউন্ড আউটপুট। এই টিভির সথে 18 মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে।
Daiwa 80 cm (32 inch) HD Ready LED Smart Linux TV 2024 Edition
ফ্লিপকার্টে এই টিভিটি পাওয়া যাচ্ছে 7499 টাকায়। বৈশিষ্ট্যের কথা বললে, এতে পাওয়া যাবে ফ্রেমলেস ডিজাইনের এইচডি রেডি ডিসপ্লে। এই টিভি 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। সাউন্ডের জন্য এতে 20 ওয়াট সাউন্ড আউটপুট পাওয়া যাবে। টিভিতে থাকছে পাঁচটি সাউন্ড মোড। এতে অ্যাপল এয়ার প্লে সাপোর্টের সাথে মিরাকাস্ট ফিচারও পাবেন।
VW 60 cm (24 inches) Linux Frameless Series HD Ready Smart LED TV VW24C3 অ্যামাজন ইন্ডিয়ায় এই টিভি 6499 টাকায় পাওয়া যাচ্ছে। ফিচারের কথা বললে, এতে 1366×768 পিক্সেল রেজোলিউশন এইচডি রেডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।