এত কম দাম! সেল ছাড়াই Amazon, Flipkart-এ সস্তা এই ৫টি Smart TV, ১০ হাজার টাকায় পেয়ে যাবেন

সস্তায় নতুন টিভি কিনতে চাইলে আপনার জন্য আজ পাঁচ-পাঁচটি বিকল্প রয়েছে, যেগুলি অ্যামাজন ও ফ্লিপকার্টে সহজেই পেয়ে যাবেন।

Top LED Smart TV in 10000 rs available in flipkart and amazon check offer

ওয়ান ডে ক্রিকেটের জ্বরে এখন কাঁপছেন ক্রীড়াপ্রেমীরা। এমতাবস্থায় আপনিও যদি ক্রিকেটের পোকা হন এবং এই মুহূর্তে কম বাজেটের মধ্যে নতুন স্মার্ট টিভি কিনে বাড়ির ড্রয়িংরুমে সেরা বিনোদন পেতে চান, তাহলে বেশি ভাববেননা। কেননা, কোনো সেল ছাড়াই বর্তমানে অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টে কিছু দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে, যার ফলে আপনি ১১ হাজার টাকারও কম দামে (বলা ভালো ১০ হাজার টাকায়) শক্তিশালী ফিচারওয়ালা স্মার্ট টিভি কিনতে পারবেন। এক্ষেত্রে টিভিগুলি কেনার সময় মোটা অঙ্কের ব্যাঙ্ক ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে। চলুন, এমনই পাঁচটি কাজের অফার সম্পর্কে জেনে নেওয়া যাক…

খুব কম বাজেট হলে কিনতে পারেন এই পাঁচটি টিভি

১. কোডাক ৮০ সেন্টিমিটার (৩২ ইঞ্চি) স্পেশাল এডিশন সিরিজ এইচডি রেডি স্মার্ট এলইডি টিভি ৩২এসই৫০০১বিএল (ব্ল্যাক): অ্যামাজন ইন্ডিয়ায় বর্তমানে এই টিভির দাম ৮,৪৯৯ টাকা। এতে ১,২৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার কাজে লাগানো যাবে। মিলবে সর্বনিম্ন ৪১২ টাকার ইএমআই স্কিমও।

ফিচার বলতে টিভিটিতে ৪০০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ফ্রেমলেস ডিসপ্লে, এমলজিক কোয়াড কোর প্রসেসর ও ৩০ ওয়াটের স্পিকার বর্তমান।

২. সানসুই নিও ৮০ সিএম (৩২ ইঞ্চি) এইচডি রেডি এলইডি স্মার্ট লিনাক্স টিভি (জেএসডব্লিউওয়াই৩২সিএসএইচডি): ফ্লিপকার্টে এই টিভির দাম ১০,৬২৫ টাকা। এটি সর্বোচ্চ ১,৫০০ টাকার ব্যাঙ্ক অফার কাজে লাগিয়ে কেনা যাবে।

এটি ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত এইচডি রেডি (রেজোলিউশন ১৩৬৬×৭৬৮ পিক্সেল) বেজেল-লেস ডিসপ্লে, ২০ ওয়াট ডলবি অডিও স্পিকার, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও জাতীয় জনপ্রিয় ওটিটি অ্যাপের অ্যাক্সেস অফার করে।

৩. আইবেল ৮০ সেমি (৩২ ইঞ্চি) এইচডি রেডি স্মার্ট এলইডি টিভি (এলইএস৩২৫এসই): এটি অ্যামাজন ইন্ডিয়ার লিমিটেড টাইম ডিলে ১০,৮৯৯ টাকায় পাবেন। সাথে থাকছে ১,২৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফারের সুবিধা।

কোম্পানি এই টিভিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের এইচডি রেডি ডিসপ্লে, ২০ ওয়াট সাউন্ড আউটপুট, এক গুচ্ছ ওটিটি অ্যাপের অ্যাক্সেস ইত্যাদি ফিচার দিচ্ছে। এছাড়া এতে থাকছে ৩ বছরের ওয়ারেন্টি।

৪. থমসন এফএ সিরিজ ৮০ সেমি (৩২ ইঞ্চি) এইচডি রেডি এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি উইথ ডলবি ডিজিটাল প্লাস অ্যান্ড অ্যান্ড্রয়েড ১১ (৩২আরটি১০২২): বর্তমানে ফ্লিপকার্টে এই টিভি পাওয়া যাচ্ছে ১০,৯৯৯ টাকায়। ব্যাঙ্ক অফারে আপনি এর দাম ১,৫০০ টাকা পর্যন্ত দাম কমাতে পারেন। এছাড়াও এতে ২ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা কাজে লাগানো যেতে পারে।

এই স্মার্ট টিভিতে ৬০ হার্টজ এইচডি রেডি ডিসপ্লে আছে। আবার থিয়েটারের মতো শব্দের জন্য এটি ডলবি ডিজিটাল এবং ডিটিএস সাউন্ড টেকনোলজি বিশিষ্ট ৩০ ওয়াটের স্পিকার অফার করে।

৫. ইনফিনিক্স ৮০ সেমি (৩২ ইঞ্চি) কিউএলইডি এইচডি রেডি স্মার্ট ওয়েবস টিভি ইনফিনিক্স ডব্লিউ১ কিউএলইডি ৮০ সেমি (৩২ ইঞ্চি) এইচডি রেডি স্মার্ট টিভি: আলোচ্য টিভিটি ফ্লিপকার্টের মাধ্যমে ১০,৯৯৯ টাকায় পাবেন। সাথে থাকবে ১,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার এবং ৩,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের বিকল্প।

এই টিভিতেও ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত এইচডি রেডি ডিসপ্লে এবং ডলবি স্পিকার আছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন