- Home
- »
- টেলিভিশন »
- কমছে টিভি দেখার খরচ, আগামী বছর থেকে চালু...
কমছে টিভি দেখার খরচ, আগামী বছর থেকে চালু হচ্ছে NTO 2.0, কি সুবিধা জেনে নিন
এখন দেশে প্রায় সবকিছুর দামই বেশ চড়া। পেট্রোল, ডিজেল থেকে শুরু করে শাকসবজি বা রান্নার গ্যাস - দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়...এখন দেশে প্রায় সবকিছুর দামই বেশ চড়া। পেট্রোল, ডিজেল থেকে শুরু করে শাকসবজি বা রান্নার গ্যাস - দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় নানাবিধ জিনিসের দাম ক্রমশ বেড়েই চলেছে। তবে এর মধ্যেই গ্রাহকদের জন্য সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই (TRAI) নিয়ে এসেছে একটি দারুণ সুখবর! সংস্থার তরফে জানা গিয়েছে যে, আগামী বছর থেকে কেবল (Cable) এবং ডিটিএইচ (DTH) বিল অনেকটাই কমে যেতে পারে। ফলে যারা টিভি দেখতে ভালোবাসেন কিংবা টিভি দেখেই দিনের অধিকাংশ সময় কাটান, তাদের জন্য এটা যে নিঃসন্দেহে এক দারুণ সুসংবাদ, সেকথা বলাই বাহুল্য।
নতুন বছরে টিভি দেখার খরচ কমতে চলেছে
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া গত মঙ্গলবার নতুন ট্যারিফ অর্ডার অর্থাৎ এনটিও ২.০ (NTO 2.0) জনসমক্ষে এনেছে, যার সুবাদে আগামী বছর থেকে কেবল এবং ডিটিএইচ গ্রাহকরা স্বস্তি পেতে পারেন। নতুন নিয়ম অনুযায়ী, ১৯ টাকা বা তার চাইতে কম দামের চ্যানেলগুলি এবার বোকে (Bouquet)-র মধ্যে শামিল হতে পারবে। তবে যদি চ্যানেলটির দাম ১৯ টাকার বেশি হয়, তবে সেটি আ-লা-কার্ট (a-la-carte) বেসিসে অফার করা হবে।
বিশেষ ছাড়ও পেতে সক্ষম হবেন গ্রাহকরা
এর পাশাপাশি নয়া নিয়মে আরও বলা হয়েছে যে, আগামী দিনে চ্যানেল বোকে (Channel Bouquet)-র সাবস্ক্রিপশনে সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। উল্লেখ্য যে, বর্তমানে শুধুমাত্র ৩৩ শতাংশ পর্যন্ত ছাড় দিতে পারে ব্রডকাস্টাররা, তবে খুব শীঘ্রই চিত্রটা পাল্টে যাবে।
আগামী বছরের ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন নিয়ম
জানা গিয়েছে যে, TRAI-এর এই নতুন নিয়ম কার্যকর হবে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী বছরের ১ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত টেলিভিশন চ্যানেলের ডিস্ট্রিবিউটারদের কেন্দ্রকে নিশ্চিতভাবে জানিয়ে দিতে হবে যে, তারা গ্রাহকদেরকে তাদের পছন্দানুযায়ী পরিষেবা প্রদান করছেন। TRAI আরও জানিয়েছে যে, নতুন নিয়মের সৌজন্যে ব্রডকাস্টাররা তাদের চ্যানেল প্যাকেজে কী ধরনের পরিবর্তন করছেন, তা ১৬ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে কেন্দ্রকে বিশদে জানাতে হবে।