30000 টাকায় বড় স্ক্রিন, সাথে DJ সাউন্ড সিস্টেম, উৎসবের মরসুমে এইসব Smart TV উপলব্ধ দারুণ ছাড়ে

দেখতে দেখতে দেবীপক্ষের সূচনা হয়েই গেছে, চারদিক এখন পুজোর আমেজে সেজে উঠেছে। সেক্ষেত্রে এই উৎসবের সময়ে বাড়ির আনন্দের জন্য আপনি যদি একটি স্মার্ট টিভি (Smart…

দেখতে দেখতে দেবীপক্ষের সূচনা হয়েই গেছে, চারদিক এখন পুজোর আমেজে সেজে উঠেছে। সেক্ষেত্রে এই উৎসবের সময়ে বাড়ির আনন্দের জন্য আপনি যদি একটি স্মার্ট টিভি (Smart TV) কিনতে চান তাও আবার দুর্দান্ত স্পিকারসহ, তাহলে VU-এর GloLED Series 4K Smart LED Google TV আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আসলে এই টিভিগুলিতে উন্নতমানের স্ক্রিনের সাথে ইন-বিল্ট DJ সাবউফার উপলব্ধ, যার কারণে আপনাকে হোম থিয়েটার সাউন্ড সিস্টেম বা সাউন্ডবার কিনতে আলাদাভাবে খরচ করতে হবেনা। এদিকে বর্তমানে Amazon Great Indian Festival সেলে VU GloLED 4K Series-এর সমস্ত মডেল সস্তায় পাওয়া যাচ্ছে – ফলত ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি সাইজের মডেল কিনতেও গিয়ে আপনার পকেট খালি হবেনা। চলুন তবে, Amazon Great Indian Festival সেলে VU GloLED Series 4K Smart LED Google TV-তে উপলব্ধ কিছু সেরা অফার এক নজরে দেখে নিই।

Amazon Sale-এ এখন এই সমস্ত Smart TV সস্তায় কিনলে দারুণ ফায়দা

১. VU 43 inches The GloLED 84 Watt DJ Sound Series 4K Smart Google TV (43GloLED): অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ৪০,০০০ টাকার এই স্মার্ট টিভি মডেলটি ২৯,৯৯০ টাকায় কিনতে পারবেন। এক্ষেত্রে ২,০০০ টাকা ব্যাঙ্ক অফারের সুবিধা কাজে লাগানো যাবে।

২. VU 50 inches The GloLED Series 4K Smart LED Google TV (50GloLED): এই টিভিটি এখন অ্যামাজনে ৩৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে, এর দাম এমনিতে ৫৫,০০০ টাকা। ব্যাঙ্ক অফারের সুবিধা কাজে লাগিয়ে আপনি আরও ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

৩. VU 55 inches The GloLED Series 4K Smart LED Google TV (55GloLED): এই টিভিটি এখন ৬৫,০০০ টাকার পরিবর্তে ৩৯,৯৯০ টাকায় মিলছে। এতেও ২,০০০ টাকার ব্যাঙ্ক অফার উপলব্ধ।

৪. VU 65 inches The GloLED Series 4K Smart LED Google TV (65GloLED): তালিকার এই মডেলটির দাম ৮৫,০০০ টাকা, তবে এখন এটি ৫১,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। সাথে আছে ২,০০০ টাকার ব্যাঙ্ক অফার।

VU GloLED 4K TV Series-এর স্পেসিফিকেশন: কী বিশেষত্ব এই টিভিগুলির?

ভিইউ গ্লো-এলইডি ৪কে টিভি সিরিজের ৪৩ ইঞ্চি থেকে ৬৫ ইঞ্চি পর্যন্ত সমস্ত মডেল ৪কে আল্ট্রা এইচডি (৩৮৪০×২১৬০ পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে, যার স্ক্রিন ব্রাইটনেস ৪০০ নিটস। স্টোরেজের জন্য এগুলিতে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। সফ্টওয়্যার ফ্রন্টে মিলবে গুগল টিভি ওএস। আবার দুর্দান্ত সাউন্ড আউটপুটের জন্য এইসব টিভি একটি ইন-বিল্ট সাবউফার, ১০৪ ওয়াট ডিজে সাউন্ড ফিচারসহ চারটি ফুল রেঞ্জের স্পিকার, ডলবি অ্যাটমস টেকনোলজি ইত্যাদি অপশন অফার করবে। উল্লেখ্য, এই চারটি স্মার্ট টিভিতেই ক্রিকেট মোড, সিনেমা মোড, কিডস মোড, হ্যান্ডস ফ্রি মাইক ইত্যাদি স্মার্ট অপশন থাকবে। এছাড়াও এদের রিমোটে নেটফ্লিক্স (Netflix), ইউটিউব (YouTube), ডিজনি+হটস্টার (Disney+Hotstar) এবং প্রাইম ভিডিও (Prime Video)-র মতো প্ল্যাটফর্মের জন্য ডেডিকেটেড বাটন পাবেন।