Xiaomi ভারতে লঞ্চ করল নতুন 4K Smart TV, ডলবি অডিও সহ পাবেন প্রিমিয়াম ডিজাইন

Xiaomi আজ ভারতে Xiaomi Smart TV X সিরিজের অধীনে 43 ইঞ্চি, 50 ইঞ্চি এবং 55 ইঞ্চি মডেল লঞ্চ করেছে, যাদের রেজোলিউশন 4K। আর এগুলিতে ডলবি…

Xiaomi Smart Tv X Series 2024 Launched In India With Price Starting Rs 24999 Specifications

Xiaomi আজ ভারতে Xiaomi Smart TV X সিরিজের অধীনে 43 ইঞ্চি, 50 ইঞ্চি এবং 55 ইঞ্চি মডেল লঞ্চ করেছে, যাদের রেজোলিউশন 4K। আর এগুলিতে ডলবি ভিশন, রিয়ালিটি ফ্লো, ভিভিড পিকচার ইঞ্জিন 2 দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন শাওমি টিভিগুলিতে পাওয়া যাবে প্রিমিয়াম আল্ট্রা-থিন মেটাল বেজেল-লেস ডিজাইন, 30 ওয়াট স্পিকার এবং ডলবি অডিও। আসুন Xiaomi Smart TV X সিরিজের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Xiaomi Smart TV X Series 2024 এর দাম ও সেল অফার

শাওমি স্মার্ট টিভি এক্স সিরিজ 2024 এর 43 ইঞ্চি মডেলের দাম 28,999 টাকা। 50 ইঞ্চি মডেলের দাম 35,999 টাকা এবং টপ-এন্ড 55 ইঞ্চি মডেলের দাম 39,999 টাকা রাখা হয়েছে।

সেল অফারের কথা বললে, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং কোটাক ক্রেডিট কার্ড ব্যবহার করে এই টিভিগুলি কিনলে 7000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। ব্যাঙ্ক অফারের পরে, 43 ইঞ্চি স্মার্ট টিভির দাম 24,999 টাকা, 50 ইঞ্চি মডেলের দাম 31,999 টাকা এবং 55 ইঞ্চি মডেলের দাম 35,999 টাকা হবে। আগামী 30 অগাস্ট থেকে mi.com, Amazon.in, ফ্লিপকার্ট এবং শাওমি রিটেল স্টোরে এই টিভিগুলি পাওয়া যাবে।

Xiaomi Smart TV X Series 2024 এর স্পেসিফিকেশন ও ফিচার

নতুন শাওমি স্মার্ট টিভি এক্স সিরিজ 43-ইঞ্চি, 50-ইঞ্চি এবং 55-ইঞ্চি (3840 × 2160 পিক্সেল) 4কে ডিসপ্লে এবং 178-ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল সহ লঞ্চ হয়েছে। নতুন টিভিগুলিতে পাওয়া যাবে ডলবি ভিশন, মালি জি52 এমসি1 জিপিইউ যুক্ত কোয়াড কোর প্রসেসর। এর পাশাপাশি রয়েছে 2 জিবি র‌্যাম, 8 জিবি স্টোরেজ, গুগল টিভি সাপোর্ট। শাওমির এই টিভিগুলিতে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি + হটস্টার, ইউটিউব এবং সোনি লিভের মতো ওটিটি অ্যাপ ব্যবহার করা যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন