কালার-ক্ল্যারিটি চমৎকার, Samsung-কে টেক্কা দিতে বিশাল বড় 4K টিভি লঞ্চ করল Xiaomi

শাওমি (Xiaomi) তাদের TV EA Pro সিরিজের ৮৬ ইঞ্চির সংস্করণটি লঞ্চ করেছে। Xiaomi TV EA Pro মডেলটি ফ্লেক্সিবল লাইনআপটির...
Ananya Sarkar 10 Dec 2022 11:12 PM IST

শাওমি (Xiaomi) তাদের TV EA Pro সিরিজের ৮৬ ইঞ্চির সংস্করণটি লঞ্চ করেছে। Xiaomi TV EA Pro মডেলটি ফ্লেক্সিবল লাইনআপটির হাই-এন্ড মডেল হিসেবে চীনের বাজারে নিয়ে আসা হয়েছে। এটি একটি পূর্ণ-স্ক্রীন ডিজাইনের সাথে একটি মেটাল বডি ডিজাইন অফার করে। এই প্রিমিয়াম স্মার্ট টিভিটি ৪কে রেজোলিউশনের ডিসপ্লে, এমইএমসি মোশন কম্পেন্সেশন সাপোর্ট, MT9638 চিপসেট, ১৬ জিবি স্টোরেজ এবং ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই অফার করে। আসুন Xiaomi TV EA Pro 86-inch-এর দাম ও স্পেসিফিকেশনগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

শাওমি টিভি ইএ প্রো ৮৬ ইঞ্চি-এর দাম ও লভ্যতা - Xiaomi TV EA Pro 86-inch Price and Availability

চীনের মার্কেটে ৮৬ ইঞ্চির শাওমি টিভি ইএ প্রো-এর দাম রাখা হয়েছে ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৮২,৯০০ টাকা)। তবে এটির জন্য ১০০ ইউয়ান (প্রায় ১,১৮৫ টাকা) জমা দিতে হবে যা পরবর্তীকালে একটি ডিসকাউন্টে রূপান্তরিত হবে, যার জন্য টিভিটির দাম ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭১,১০০ টাকা) হবে৷ এছাড়াও, এমআই টিভি ইএ প্রো সিরিজে ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, এবং ৭৫ ইঞ্চি-এর মডেল অন্তর্ভুক্ত রয়েছে৷ শাওমি টিভি ইএ প্রো-এর ৮৬ ইঞ্চির মডেলটি কবে বিশ্ববাজারে আসবে, তা এখনও কোম্পানির তরফে ঘোষণা করা হয়নি।

শাওমি টিভি ইএ প্রো ৮৬ ইঞ্চি-এর স্পেসিফিকেশন - Xiaomi TV EA Pro 86-inch Specifications

নতুন শাওমি টিভি ইএ প্রো ৮৬ ইঞ্চি ৯৭.৩% স্ক্রিন রেশিও এবং একটি নিমগ্ন অভিজ্ঞতার জন্য ৪কে (4K) রেজোলিউশন অফার করে৷ এই টিভিতে একটি অ্যাডজাস্টেবল ডিসপ্লে রয়েছে যা ধীরে ধীরে অ্যাডজাস্ট করা যেতে পারে, যতক্ষণ না এটি এই৩ (AE3)-এর কোয়াসি-প্রফেশনাল ডিসপ্লে স্ট্যান্ডার্ডে পৌঁছায়। অর্থাৎ, এই টিভিটি পরিষ্কার এবং তীক্ষ্ণ অরিজিনাল ছবি আউটপুট করতে সক্ষম। এর উন্নত ইমেজ কোয়ালিটি অ্যাডজাস্টমেন্ট প্রযুক্তি অভ্যন্তরীণভাবে তৈরি করা হয়েছে। এটি সিস্টেম থেকে হার্ডওয়্যার কনফিগারেশন পর্যন্ত ইমেজ পারফরম্যান্সকে গভীরভাবে অপ্টিমাইজ করে। নির্দিষ্ট এনহান্সমেন্টগুলি স্পষ্টতা এবং প্রাণবন্ত রঙের সাথে বাস্তব-সদৃশ ছবি প্রদান করে।

এছাড়া, নতুন ৮৬ ইঞ্চির Xiaomi Mi TV রিয়েল-টাইমে একটি অপ্টিমাইজ করা ছবির জন্য এমইএমসি (MEMC) মোশন কম্পেন্সেশন সাপোর্ট করে। এটি একটি বুদ্ধিমান অ্যালগরিদম ব্যবহার করে এবং একটি উচ্চ ফ্রেম রেটে আপগ্রেড করে ছবির আরও উৎকৃষ্ট দৃশ্যের জন্য৷ এটি মাঠ বা রেস ট্র্যাক এবং অন্যান্য হাই-স্পিড পরিস্থিতিতে কার্যকরভাবে উচ্চ-অকটেন অ্যাকশন ক্যাপচার করবে।

এই শাওমি টিভিটিতে এমটি৯৬৩৮ চিপ রয়েছে যা পরিষ্কার ইমেজ লেয়ার, উজ্জ্বলতা এবং স্বচ্ছতার সাথে ৪কে এইচডিআর (4K HDR) ডিকোডিং করতে সক্ষম। এটি ২ জিবি র‍্যাম এবং ১২ জিবি বিল্ট-ইন স্টোরেজ অফার করে, পাশাপাশি ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.০ সংযোগ সাপোর্ট করে।

Show Full Article
Next Story