UPI in Maldives: মালদ্বীপে চালু হচ্ছে ভারতের ইউপিআই পরিষেবা, বড় ঘোষণা জয়শঙ্করের

ভারত এবার মালদ্বীপে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) চালু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করল। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, এটি পর্যটকদের অর্থ লেনদেন সহজ করে তুলবে,…

Upi In Maldives India Launches Digital Payment Service In Maldives Says Jaishankar

ভারত এবার মালদ্বীপে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) চালু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করল। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, এটি পর্যটকদের অর্থ লেনদেন সহজ করে তুলবে, এবং মালদ্বীপে ভ্রমণকারীদের ভিড় বাড়িয়ে তুলবে। গত ৯ আগস্ট জয়শঙ্করের তিন দিনের মালদ্বীপ সফরের সময় এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমিরের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ শেষে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, ভারত তাদের ইউপিআইয়ের মাধ্যমে ডিজিটাল লেনদেনে বিপ্লব ঘটিয়েছে।

তিনি বলেন, “আজ বিশ্বের ডিজিটাল পেমেন্টের ৪০ শতাংশ আমাদের দেশে হয়। এই বিপ্লব আমরা প্রতিদিনই দেখি আমাদের জীবনে। আমি আনন্দিত যে আজ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমরা মালদ্বীপে এই ডিজিটাল উদ্ভাবন আনার দিকে পদক্ষেপ নিয়েছি।”

উল্লেখ্য, গত ৯ আগস্ট তিন দিনের মালদ্বীপ সফর শুরু করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ২০২৩ সালের নভেম্বরে চীনপন্থী হিসেবে পরিচিত জনপ্রিয় প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপের দায়িত্ব গ্রহণের পর দেশটিতে এটাই তার প্রথম সফর।