4000 টাকায় সস্তায় বিক্রি হবে Vivo T3 5G, অ্যামাজন নাকি ফ্লিপকার্টে দেখুন

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে ভিভোর একটি ফোন অনেক কম দামে বিক্রি হবে। এই ফোনের নাম Vivo T3 5G। জানিয়ে রাখি, আগামী ২৭...
ANKITA 24 Sept 2024 7:15 PM IST

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে ভিভোর একটি ফোন অনেক কম দামে বিক্রি হবে। এই ফোনের নাম Vivo T3 5G। জানিয়ে রাখি, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল। এই সেলে ভিভোর ডিভাইসটি আপনি ৪,০০০ টাকা পর্যন্ত ছাড়ে কিনতে পারবেন। এই স্মার্টফোনে আছে দুর্দান্ত ক্যামেরা, যা 4K ভিডিও রেকর্ড করতে দেবে। এছাড়াও এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হয়েছে।

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে Vivo T3 5G ফোনের সাথে অফার

ভিভো টি৩ ৫জি এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল ১৯,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে ৪,০০০ টাকা ছাড়ের পরে এটি ১৫,৯৯৯ টাকায় বিক্রি হবে। এখন ফ্লিপকার্টে এটি ১৮,৯৯৯ টাকায় তালিকাভুক্ত।

তবে সেলে আরও কমে ডিভাইসটি পাওয়া যেতে পারে। এরজন্য আপনাকে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে। এরফলে ২,৫০০ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। জানিয়ে রাখি, ভিভো টি৩ ৫জি স্মার্টফোনটি ক্রিস্টাল ফ্লেক এবং কসমিক ব্লু কালারে এসেছে।

Vivo T3 5G এর ফিচার

ভিভো টি৩ ৫জি ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল আইওএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স। এর প্রাইমারি ক্যামেরা হিসেবে Sony IMX882 সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এদিকে Vivo T3 5G এর সামনে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে উপস্থিত, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ অক্টা-কোর প্রসেসর। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস সফটওয়্যারে চলে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story
Share it