- Home
- »
- প্রযুক্তি »
- সদ্য লঞ্চ হওয়া Vivo V40e ফোনের সাথে ৩...
সদ্য লঞ্চ হওয়া Vivo V40e ফোনের সাথে ৩ হাজার টাকা ডিসকাউন্ট, রয়েছে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
সদ্য ভারতে লঞ্চ হয়েছে Vivo V40e স্মার্টফোন। তবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে এই ফোনটিও সস্তায় পাওয়া যাচ্ছে। আপনি প্রায় ৩,০০০ টাকা সস্তায় এই ডিভাইসটি…
সদ্য ভারতে লঞ্চ হয়েছে Vivo V40e স্মার্টফোন। তবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে এই ফোনটিও সস্তায় পাওয়া যাচ্ছে। আপনি প্রায় ৩,০০০ টাকা সস্তায় এই ডিভাইসটি কিনতে পারবেন। এতে আছে কার্ভড ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তাই আপনি যদি এইমুহুর্তে নতুনের পাশাপাশি কোনো দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরার ফোন খুঁজে থাকেন তাহলে Vivo V40e বেছে নিতে পারেন।
Vivo V40e এর সাথে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে খাস অফার
ভারতে Vivo V40e এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। আপাতত ফোনটি প্রি-অর্ডার করা যাচ্ছে। আর যারা প্রি-অর্ডার করার সময় HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেনহ তারা ২৯০০ টাকা ছাড় পাবেন। এছাড়াও ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে।
শুধু তাই নয়, ভিভোর এই স্মার্টফোনের সাথে ১,৪৫০ টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। অর্থাৎ এক্সচেঞ্জ ভ্যালু ছাড়াও ১,৪৫০ টাকা বেশি ডিসকাউন্ট মিলবে। এই ফোনটি মিন্ট গ্রিন এবং রয়্যাল ব্রোঞ্জ কালারে এসেছে।
Vivo V40e এর স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো ভি৪০ই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪ কাস্টম স্কিনে চলে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার এই ফোনে রিভার্স চার্জিংও সাপোর্ট করে।
ভিভোভি৪০ই এর সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য, এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ভিভো ফোনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
সদ্য ভারতে লঞ্চ হয়েছে Vivo V40e স্মার্টফোন। তবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে এই ফোনটিও সস্তায় পাওয়া যাচ্ছে। আপনি প্রায় ৩,০০০ টাকা সস্তায় এই ডিভাইসটি…