গত অক্টোবর মাসে ভিভো তাদের ফ্ল্যাগশিপ Vivo X100 এবং Vivo X100 Pro ফোনগুলিকে প্রথম MediaTek Dimensity 9300 প্রসেসর যুক্ত স্মার্টফোন হিসেবে লঞ্চ করে। শোনা যাচ্ছে যে আসন্ন Vivo X200 এবং Vivo X200 Pro অক্টোবরে চীনে আত্মপ্রকাশ করবে এবং এগুলি হবে বিশ্বের প্রথম ফোন, যা MediaTek Dimensity 9400 চিপসেটে চলবে। আজ এক নির্ভরযোগ্য টিপস্টার Vivo X200 ফোনটির ডিজাইনের পরিবর্তনগুলি প্রদর্শনের জন্য একটি স্কেচ প্রকাশ করেছেন। চলুন এই ছবি থেকে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।
Vivo X200 ফোনের স্কেচ প্রকাশিত হয়েছে
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের প্রকাশ করা স্কেচে হ্যান্ডসেটটির ক্যামেরা মডিউলের মাঝখানে অবস্থিত জেইস (ZEISS) লোগোটি স্পষ্টভাবে নির্দেশ করে যে এটি ভিভো এক্স200 সিরিজের একটি ফোনের স্কিম্যাটিক। যদিও ভিভো এক্স100 এবং ভিভো এক্স100 প্রো মডেলে কার্ভড-এজের ওলেড প্যানেল রয়েছে, তবে সাম্প্রতিক রিপোর্টগুলি ইঙ্গিত করেছে যে আসন্ন ভিভো এক্স200 প্রো কার্ভড-এজ ডিসপ্লে সহ আসবে, যেখানে স্ট্যান্ডার্ড ভিভো এক্স200 একটি ফ্ল্যাট ডিসপ্লে অফার করতে পারে। অতএব, মনে করা হচ্ছে যে স্কিম্যাটিকটি সম্ভবত ভিভো এক্স200 ফোনের।
অনলাইন রিপোর্ট অনুযায়ী, Vivo X200 হ্যান্ডসেটে 1.5কে রেজোলিউশন সহ 6.4 ইঞ্চি বা 6.5 ইঞ্চির ফ্ল্যাট স্ক্রিন থাকবে। ডিসপ্লের আপার বেজেলে পাঞ্চ-হোলের ওপর একটি ইয়ারপিস দেখা গেছে। ডিভাইসটির ডান প্রান্তে ভলিউম রকার এবং পাওয়ার বাটন বিদ্যমান।
Vivo X200 ফোনের পিছনের প্যানেলে পিল-আকৃতির এলইডি ফ্ল্যাশ ইউনিট সহ বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে, যা উপরের-ডানদিকে অবস্থান করবে। বৃত্তাকার মডিউলের ভিতরে চারটি রিং দেখা যাবে, তবে অনুমান করা হচ্ছে যে Vivo X200 মডেলে কাস্টম-মেড 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। ক্যামেরা সেটআপে পূর্বসূরির মতো একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরাও অন্তর্ভুক্ত থাকতে পারে। Vivo X200 হ্যান্ডসেটটি 5,800 এমএএইচ ব্যাটারি সহ আসবে বলে আশা করা হচ্ছে। যদিও Vivo X200 Pro এবং সম্ভাব্য 6.3 ইঞ্চির ডিসপ্লে যুক্ত ছোট মডেল, Vivo X200 Mini (অস্থায়ী নাম) ওয়্যারলেস চার্জিং সাপোর্ট প্রদান করবে, তবে স্ট্যান্ডার্ড Vivo X200 মডেলে এই সাপোর্ট নাও থাকতে পারে।