শাওমি-স্যামসাং সামনে দাঁড়াতে পারবে না! বাজারে গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছে Vivo X200+

জনপ্রিয় প্রযুক্তি সংস্থা, ভিভো বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে।...
Ananya Sarkar 26 Aug 2024 11:21 AM IST

জনপ্রিয় প্রযুক্তি সংস্থা, ভিভো বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। ইতিমধ্যেই Vivo X200+ হ্যান্ডসেটটিকে আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গেছে। শোনা যাচ্ছিল, কোম্পানি আসন্ন লাইনআপে একটি কম্প্যাক্ট স্মার্টফোন যুক্ত করার পরিকল্পনা করছে, যা Vivo X200 Mini নামে লঞ্চ হবে। তবে এখন জানা গেছে এটি আসলে Vivo X200+। আসুন নতুন Vivo X200+ স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

নতুন Vivo X200+ শীঘ্রই আসছে বাজারে

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা বাড়ানোর পরিকল্পনা করছে ভিভো। কোম্পানি শীঘ্রই তাদের নতুন হাই-এন্ড স্মার্টফোনটি ভিভো এক্স200 প্লাস লঞ্চ করবে। এই ফোনটি আইএমইআই ডেটাবেসে অনেকদিন ধরে আছে। তবে, 13 আগস্ট V2415 মডেল নম্বর যুক্ত ফোনটি ভিভো এক্স200 প্লাস নামে আবির্ভূত হয়েছিল, কিন্তু 18 আগস্ট আবার এটি ভিভো এক্স200 হিসাবে উপস্থিত হয়।

ভিভো এক্স200 প্লাসের প্রাথমিক ফাঁস রোধ করার জন্য এই আকস্মিক নাম পরিবর্তন ভিভোর একটি কৌশলগত পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ডিভাইসটির মডেল নম্বর এবং আইএমইআই নম্বর একই। মনে করা হচ্ছে যে ভিভো এক্স200 প্লাসকে লুকানোর চেষ্টা করছে। সম্ভবত ভিভো এক্স200 সিরিজে তিনটি মডেল থাকবে: ভিভো এক্স200, ভিভো এক্স200 প্লাস এবং ভিভো এক্স200 প্রো। Vivo X200 Pro ইতিমধ্যেই V2413 মডেল নম্বরের সাথে ফাঁস হয়েছে।

প্রসঙ্গত, আইএমইআই ডেটাবেসে ম্যানুফ্যাকচারার মার্কেট নেম পরিবর্তন করতে পারে। যেমনটা Vivo X200+ ফোনের ক্ষেত্রে করা হয়েছে। তবে, এর অস্তিত্ব লুকানোর চেষ্টা করলেও, ব্র্যান্ড তা করতে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক রিপোর্টগুলি নতুন স্মার্টফোন সম্পর্কে ক্রেতাদের কৌতূহলী করেছে৷

উল্লেখ্য, প্রথমে Vivo X200+ ফোনটি Vivo X200 Mini হিসাবে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছিল। Vivo X200 সিরিজের আনুষ্ঠানিক লঞ্চের তারিখ এখনও জানা যায়নি, তবে ভবিষ্যতে আরও বিস্তারিত তথ্য অনলাইনে প্রকাশিত হতে পারে। এই নতুন স্মার্টফোনটি কি কি অফার করতে পারে, সেটাই এখন দেখার।

Show Full Article
Next Story