ফোনের এয়ারপ্লেন মোড অন রাখা কখন ও কেন উচিত? ফ্লাইট মোডের মাধ্যমে কীভাবে সাহায্য হয় জানুন

প্লেনে ফোন এয়ারপ্লেন মোড রাখাটা কোনও মিথ নয়, তার পিছনে রয়েছে নির্দিষ্ট কারণ। এয়ারপ্লেন মোডের পিছনে রহস্য বোঝালেন খোদ পাইলট

Suvrodeep Chakraborty 13 Dec 2024 5:59 PM IST

Airplane Mode কেন জরুরি এদিন TikTok ভিডিয়ো করে বুঝিয়ে দিলেন খোদ পাইলট। বর্তমানে, ভাইরাল সেই ভিডিয়ো। ২ মিলিয়নের বেশি দর্শক সেটি দেখেছেন। অনেকেই ভাবেন, এটি একটি মিথ। কিন্তু এর পিছনে রয়েছে নির্দিষ্ট কারণ।

ওই ভিডিয়োতে পাইলট জানিয়েছেন, ফ্লাইটের সময় সেল টাওয়ারের সাথে একাধিক ফোন সংযোগ করার চেষ্টা করে। যা বিমান ট্রাফিক নিয়ন্ত্রণের সাথে পাইলটদের রেডিয়ো যোগাযোগে হস্তক্ষেপ করতে পারে।

কেন Airplane Mode জরুরি?

সবথেকে বড় কারণ হল, একাধিক যাত্রীর ফোন একই সেল টাওয়ারের সঙ্গে সংযোগ করার চেষ্টা করে। ফলে রেডিয়ো যোগাযোগে অসুবিধা তৈরি হয়। উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, কানে হেডফোন দেওয়ার সময় যখন কোনও মশা বিরক্ত করে, ঠিক তেমনই রেডিয়ো যোগাযোগে এই ফোনগুলি ব্যাঘাত ঘটায়। এর ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে নির্দেশাবলী স্পষ্টভাবে শুনতে অসুবিধা হয়।

তিনি আরও বলেন, যে এটি কোনও বিপর্যয়মূলক সমস্যা না হলেও, পাইলটরা যখন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করেন, তখন এই হস্তক্ষেপ বিভ্রান্তিকর। আপনি যখন ৭০, ৮০, ১৫০ জন যাত্রী নিয়ে বিমান সফর করেন, তখন ৩-৪ জনের ফোন একটি ইনকামিং ফোন কলের জন্য রেডিয়ো টাওয়ারের সাথে সংযোগ করার চেষ্টা করে। এই রেডিয়ো তরঙ্গগুলি পাইলটরা যে হেডসেট ব্যবহার করছেন তার রেডিয়ো তরঙ্গগুলিতে হস্তক্ষেপ করতে পারে।

ওই পাইলট একটি সাম্প্রতিক অভিজ্ঞতা বর্ণনা করে জানান, এই হস্তক্ষেপ তার ফ্লাইটের পথের জন্য ছাড়পত্র পাওয়া কঠিন করে তোলে। এয়ারপ্লেন মোড অন না করলে ফোনগুলি রেডিয়ো তরঙ্গ নির্গত করে, যা পাইলটদের হেডসেটগুলির দ্বারা ব্যবহৃত রেডিয়ো তরঙ্গগুলিকে ব্যাহত করতে পারে।

এর ফলে কোন পথে ফ্লাইট নিয়ে যেতে হবে তা বুঝতে অসুবিধা হয়। এর ফলে দুর্ঘটনাও ঘটতে পারে। তাই প্রত্যেক যাত্রীদের বিমানে এয়ারপ্লেন মোড চালু করার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি, এর পিছনে যে বৈজ্ঞানিক যুক্তি রয়েছে তা স্পষ্ট করেছেন টিকটক ভিডিয়োর মাধ্যমে।

Show Full Article
Next Story