Xiaomi 14 Global HyperOS Update

সুখবর! চীনের বাইরের শাওমি ফোনে এল অ্যান্ড্রয়েড ১৫ হাইপারওএস আপডেট

Xiaomi 14 Global HyperOS Android 15 Update - শাওমি ১৪ এর জন্য আনা অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ১.১ আপডেটের ভার্সন নম্বর ভিন্ন। ইউরোপের শাওমি ১৪ ফোন ব্যবহারকারীদের জন্য এই আপডেট OS1.1.4.0.VNCEUXM সফটওয়্যার ভার্সন সহ এসেছে। আবার অন্যান্য অঞ্চলের জন্য এর ভার্সন নম্বর OS1.1.3.0.VNCMIXM।

Puja Mondal 5 Nov 2024 9:00 AM IST

শাওমি ইতিমধ্যেই চীনে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২.০ লঞ্চ করেছে। এখন গ্লোবাল মার্কেটেও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক আপডেট চলে এল। তবে এটি হাইপারওএস ২.০ কাস্টম স্কিন রুপে নয় বরং হাইপারওএস ১.১ কাস্টম ওএস হিসেবে এসেছে। আপাতত শাওমি ১৪ সিরিজের জন্য এই আপডেট রোল আউট করা হয়েছে। যদিও শাওমির তরফে এখনও অফিসিয়ালি নতুন আপডেট রোল আউটের বিষয়ে কিছু জানানো হয়নি। অর্থাৎ শাওমি কিছু ডিভাইসের জন্য আপডেট এনে সম্ভবত পরীক্ষা করছে।

Xiaomi 14 সিরিজের গ্লোবাল ভ্যারিয়েন্টের জন্য এল HyperOS আপডেট

শাওমিটাইমস এর রিপোর্ট অনুযায়ী, অঞ্চল বিশেষে শাওমি ১৪ এর জন্য আনা অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ১.১ আপডেটের ভার্সন নম্বর ভিন্ন। ইউরোপের শাওমি ১৪ ফোন ব্যবহারকারীদের জন্য এই আপডেট OS1.1.4.0.VNCEUXM সফটওয়্যার ভার্সন সহ এসেছে। আবার অন্যান্য অঞ্চলের জন্য এর ভার্সন নম্বর OS1.1.3.0.VNCMIXM। আসুন নয়া কাস্টম ওএস কি কি ফিচার ফোনে জুড়বে দেখে নেওয়া যাক।

যদিও অ্যান্ড্রয়েড ১৫ এর প্রায় সমস্ত ফিচার হাইপারওএস ২.০ কাস্টম ওএসে উপস্থিত, তবে যেহেতু গ্লোবাল মার্কেটে এই ওএস এর পরিবর্তে হাইপারওএস ১.১ রোল আউট করা হয়েছে, তাই এতে কিছু ফিচার পাওয়া যাবে না। তবে ব্যবহারকারীরা হাইপারওএস ১.১ এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অপ্টিমাইজেশান দেখতে পাবেন। স্মুথ অ্যানিমেশন সহ সামগ্রিক পারফরম্যান্সেও উন্নতি দেখা যাবে। এছাড়া হোম স্ক্রিন, লক স্ক্রিন ও অ্যাপ ইন্টারফেসে নতুন ডিজাইন চোখে পড়বে।

উল্লেখ্য, চীনে শাওমি ১৪ সিরিজের জন্য হাইপারওএস ২.০ আপডেট ইতিমধ্যেই রোল আউট করা হয়েছে। প্রথমে শাওমি ১৪ প্রো ও পরে শাওমি ১৪ ফোনে এই আপডেট আসে। এই দুই ডিভাইসে এখন অ্যান্ড্রয়েড ১৫ এর প্রায় সমস্ত ফিচার উপলব্ধ। শাওমি জানিয়েছে যে, হাইপারওএস ২.০ তাদের ইকোসিস্টেমকে আরও মজবুত করেছে। পারফরম্যান্স, ডিজাইন থেকে শুরু করে এর এআই ফিচার ব‌্যবহারকারীদের দ্বারা প্রশংসিত হয়েছে। এখন দেখার হাইপারওএস ২.০ আপডেট গ্লোবাল মার্কেটের জন্য কবে আনা হয়।

Show Full Article
Next Story