DSLR ফেল, Xiaomi 15 Ultra আসছে 200 মেগাপিক্সেল টেলিফটো পেরিস্কোপ ক্যামেরার সাথে

চলতি বছরের নভেম্বরে বাজারে আসতে পারে Xiaomi 15 সিরিজ। আর এই সিরিজের Xiaomi 15 Ultra মডেলটি আগামী বছরের শুরুতে লঞ্চ হতে পারে। এটি Xiaomi 14…

Xiaomi 15 Ultra May Feature 200Mp Periscope Telephoto Lens And Three 50Mp Sensor

চলতি বছরের নভেম্বরে বাজারে আসতে পারে Xiaomi 15 সিরিজ। আর এই সিরিজের Xiaomi 15 Ultra মডেলটি আগামী বছরের শুরুতে লঞ্চ হতে পারে। এটি Xiaomi 14 Ultra এর উত্তরসূরি হিসেবে আসবে। আসন্ন এই ফোনে বর্তমানের সমস্ত অত্যাধুনিক হার্ডওয়্যার ও সফটওয়্যার থাকবে। আজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন, Xiaomi 15 Ultra এর ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ করে এই দাবিতেই কার্যত শীলমোহর দিলেন।

আসলে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, এই স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দেওয়া হবে। আবার এতে ৫০ মেগাপিক্সেল রেজোলিউশনের তিনটি ক্যামেরা সেন্সর থাকবে।

Xiaomi 15 Ultra কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে

টিপস্টারের এই দাবি সঠিক হলে বলা চলে, শাওমি ১৫ আল্ট্রা ফটোগ্রাফারদের মন জয় করে নেবে। এর কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপে তিনটি ৫০ মেগাপিক্সেল সেন্সর ও একটি ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।

আবার টেলিফটো লেন্সে সাধারণ জুম ক্ষমতা ছাড়াও লো লাইট টেলিফটো ও আল্ট্রা টেলিফটো ম্যাক্রো মোড সাপোর্ট করবে। যদিও ৫০ মেগাপিক্সেল ক্যামেরাগুলির সেন্সর সম্পর্কে কিছু জানা যায়নি। তবে প্রাইমারি ক্যামেরায় ১ ইঞ্চি+ সেন্সর থাকতে পারে।

আরও পড়ুন: অস্বস্তি বাড়লো Apple এর, কেনার পরই টাচ স্ক্রিনের সমস্যায় ভুগছেন iPhone 16 Pro ইউজারেরা

আর এতে আল্ট্রা ওয়াইড লেন্সও দেওয়া হতে পারে। আর আমাদের অনুমান শাওমি ১৫ আল্ট্রা এর ২০০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স হিসেবে স্যামসাং এইচপি৩ সেন্সর ব্যবহার করা হতে পারে, এতে ১০এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করবে।

এছাড়া এর আগে জানা গিয়েছিল, Xiaomi 15 Ultra মডেলে আল্ট্রাসনিক ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আর এতে ২কে ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর পাওয়া যাবে। ডিভাইসটি ২৪ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬,২০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন