Xiaomi 15S Pro: পাওয়ারফুল স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে ফ্ল্যাগশিপ ফোন আনছে শাওমি

শাওমি তাদের নম্বর সিরিজের অধীনে নতুন Xiaomi 15S Pro স্মার্টফোনটির ওপর কাজ করছে বলে জানা গেছে। ফোনটিকে এখন আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গেছে এবং এর…

Xiaomi 15s pro smartphone first details leaked

শাওমি তাদের নম্বর সিরিজের অধীনে নতুন Xiaomi 15S Pro স্মার্টফোনটির ওপর কাজ করছে বলে জানা গেছে। ফোনটিকে এখন আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গেছে এবং এর সর্ম্পকে কিছু বিবরণও সামনে এসেছে। যদিও Xiaomi 15 এবং Xiaomi 15 Pro এখনও উন্মোচন করা হয়নি এবং ‘S’ ব্র্যান্ডিংয়ের ফোনগুলি স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলের কিছু সপ্তাহ পরে বাজারে আসে। তবে তার আগেই Xiaomi 15S Pro ফোনটিকে নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। আসুন আপকামিং ডিভাইসটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

Xiaomi 15S Pro কে দেখা গেছে IMEI ডেটাবেসে

শাওমিটাইমের নতুন রিপোর্ট অনুযায়ী, শাওমি 15এস প্রো ফোনটিকে আইএমইআই ডেটাবেসে দেখা গেছে। স্মার্টফোনটি 25042PN24C মডেল নম্বর বহন করে। এই ফোনটি শুধুমাত্র চীনে বিক্রি হবে এবং অন্য দেশের মার্কেটে আসবে বলে আশা করা হচ্ছে না। শাওমি 15এস প্রো সম্ভবত শাওমি 15 প্রো Pro এর একটি সামান্য উন্নত সংস্করণ হবে। কারণ শাওমি 15এস প্রো হ্যান্ডসেটের সাংকেতিক নাম “ডিজুন” (dijun) এবং শাওমি 15 প্রো এর কোডনেম “হাওতিয়ান” (haotian)। চীনা সংস্কৃতিতে হাওতিয়ানকে স্বর্গের সর্বোচ্চ শাসক বলে মনে করা হয়। ডিজুন হল সূর্য ও উর্বরতার দেবী।

Xiaomi 15 সিরিজ অক্টোবরে উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। তবে 2025 সালের আগে Xiaomi 15S Pro মডেলটির বাজারে আসার সম্ভাবনা নেই। এমনকি “2504” দিয়ে শুরু মডেল নম্বরটি ইঙ্গিত দেয় যে ফোনটি আগামী বছর এপ্রিল নাগাদ লঞ্চ হতে পারে। Xiaomi 15 এবং Xiaomi 15 Pro হাইপারওএস 2.0 (HyperOS 2.0) কাস্টম স্কিনের সাথে লঞ্চ হবে। একই সময়ে, ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে হাইপারওএস 2.0 ভার্সনটি চালু করবে। পারফরম্যান্সের জন্য, Xiaomi 15S Pro ফোনটি Qualcomm Snapdragon 8+ Gen 4 প্রসেসরের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। আগামী দিনে হ্যান্ডসেটটির সর্ম্পকে আরও জানা যাবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, Xiaomi 15 এবং Xiaomi 15 Pro মডেলগুলি Qualcomm Snapdragon 8 Gen 4 প্রসেসরের সাথে আসবে। Xiaomi 15 Pro চীনা বাজারের জন্য এক্সক্লুসিভ থাকবে, যেখানে স্ট্যান্ডার্ড Xiaomi 15 অনেক দেশে পাওয়া যাবে। আর Xiaomi 15 Pro এর মতো Xiaomi 15S Pro মডেলটিও শুধুমাত্র চীনে পাওয়া যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন