জোর ধাক্কা খেল Xiaomi ব্যবহারকারীরা, এন্ড অফ সাপোর্টের লিস্টে একাধিক ফোন ও ট্যাব

Xiaomi স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা। সংস্থাটি তাদের কিছু ডিভাইসকে এন্ড অফ লাইফের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তালিকায় থাকা ডিভাইসগুলির জন্য আর কোনো সফটওয়্যার বা…

xiaomi-end-of-support-smartphone-and-tab-list added mix 4 pad 5 pro poco f3 gt redmi k40

Xiaomi স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা। সংস্থাটি তাদের কিছু ডিভাইসকে এন্ড অফ লাইফের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তালিকায় থাকা ডিভাইসগুলির জন্য আর কোনো সফটওয়্যার বা সিকিউরিটি আপডেট আনবে না Xiaomi। অর্থাৎ, এই ডিভাইসগুলির জন্য সংস্থার তরফে কোনও নতুন ফিচার রিলিজ করা হবে না। লিস্টে থাকা ডিভাইসগুলি হল Xiaomi Mix 4, Xiaomi Pad 5 Pro, Xiaomi Pad 5, Poco F3 GT, Poco F3, Redmi K40। রিপোর্টে বলা হয়েছে, গত 27 আগস্ট শাওমির এন্ড অব লাইফ লিস্টে ঢোকানো হয়েছে এসব স্মার্টফোন ও ট্যাবগুলিকে।

নতুন ফোন লঞ্চ করার সময় সংস্থাগুলি তাদের আয়ু নির্ধারণ করে দেয়। সেই সময় পর্যন্ত ওএস আপডেট এবং সিকিউরিটি প্যাচ স্মার্টফোনের জন্য পর্যায়ক্রমে রোল আউট করা হয়। এরপর নির্ধারিত সময় শেষ হয়ে গেলে ওএস এবং সিকিউরিটি আপডেট বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে ডিভাইসগুলি ব্যবহার করা বিপজ্জনক হতে পারে কারণ হ্যাকাররা এগুলি খুব সহজেই হ্যাক করতে পারে।

2-3 বছর পর সাপোর্ট বন্ধ করে দিচ্ছে Xiaomi

Xiaomi সাধারণত নতুন ফোন লঞ্চের 2 থেকে 3 বছর পর ওএস এবং সিকিউরিটি আপডেট বন্ধ করার সিদ্ধান্ত নেয়। Xiaomi Mix 4, Xiaomi Pad 5 Pro, Xiaomi Pad 5, Poco F3 GT, Poco F3, Redmi K40 ডিভাইসগুলির জন্যেও এই নিয়ম প্রযোজ্য হয়েছে। এই লিস্টের প্রতিটি ডিভাইস লঞ্চের পর যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। ফলে বিশ্বজুড়ে এদের হাজার হাজার ব্যবহারকারী আছে। তাই সংস্থার নতুন ঘোষণায় বিপাকে পড়বেন এই সমস্ত ব্যবহারকারীরা।

স্মার্টফোনের জন্য সাপোর্ট বন্ধ করা টেকনোলজি সাইকেলের অংশ

সংস্থাগুলি যাতে নতুন প্রোডাক্ট এবং প্রযুক্তির উপর ফোকাস করতে পারে সেই কারণে স্মার্টফোনের আয়ু নির্ধারণ করে। তবে সাপোর্ট বন্ধ করার অর্থ এই নয় যে এসব স্মার্টফোন আর কাজ করবে না। আপনি এখনও আগের মতো এই ডিভাইসগুলি ব্যবহার করতে পারেন, তবে এগুলিতে আর নতুন কোনো ফিচার পাওয়া যাবে না এবং নিরাপত্তাজনিত সমস্যা থাকতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন