Xiaomi: অ্যাপল, স্যামসাংকে টক্কর দিতে নিজস্ব প্রসেসর আনছে শাওমি

ফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপল ও স্যামসাং ইতিমধ্যে নিজস্ব প্রসেসর তৈরি করা শুরু করেছে। এবার সেই তালিকায় যোগ দিতে চলেছে চিনের Xiaomi। ২০২৫ সালে এই প্রসেসর বাজারে আসতে পারে।

Suvrodeep Chakraborty 28 Nov 2024 7:27 PM IST

Xiaomi in House Chipset: প্রসেসর বানানোর ক্ষেত্রে বিশ্বব্যাপি দুই নামকরা সংস্থা মিডিয়াটেক (তাইওয়ান) এবং কোয়ালকম (আমেরিকা)। বর্তমানে যতগুলি ফোন বিক্রি হয় তার মধ্যে ৯৯ শতাংশ ডিভাইসে এই দুই সংস্থার তৈরি চিপ ব্যবহার করা হয়। তবে এবার ছক ভেঙে নিজস্ব প্রসেসর তৈরি করার সিদ্ধান্ত নিল শাওমি। এই তালিকায় ইতিমধ্যে নাম লিখিয়েছে অ্যাপল ও স্যামসাং। ২০২৫ সালে বাজারে আসতে পারে শাওমির তৈরি প্রসেসর।

এই রিপোর্ট যদি সত্যি হয় তাহলে এটি সংস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। প্রযুক্তির দৌড়ে কেউ কাউকে এক চুল জমি ছাড়তে চাইছে না। তার উপর বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় শাওমি ও রেডমির স্মার্টফোন। সেই সব মডেলে যদি সংস্থা নিজস্ব প্রসেসর ব্যবহার করা হয়, তাহলে একদিকে খরচও কমবে, আর একদিকে সংস্থার জনপ্রিয়তাও বাড়বে।

বর্তমানে, সবথেকে বেশি প্রতিযোগিতা লক্ষ্য করা গিয়েছে এই প্রসেসর বা সেমি-কন্ডাক্টর চিপ নিয়ে। কারণ যেকোনও ইলেক্ট্রনিক ডিভাইসের হৃদপিন্ড বলতে পারেন এই বস্তুটি। যে সংস্থা উন্নত প্রযুক্তির মাধ্যমে নির্ভরযোগ্য চিপ বানাতে পারবে তারই জয়জয়কার। আর এই সুযোগ হাতছাড়া করতে রাজি নয় শাওমি। এই মুহূর্তে, স্মার্টফোন, ট্যাব, ডেস্কটপ এমনকী গাড়ি পর্যন্ত বানাতে শুরু করেছে শাওমি। সেখানে কাজে আসতে পারে সংস্থার ইন-হাউস চিপ।

সূত্রের খবর, প্রসেসরের জন্য শাওমি সর্বদা থার্ড পার্টি সংস্থাগুলির উপর নির্ভর করে। তাই এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে শাওমির জন্য। ২০২১ সালে প্রথম এআই চিপ সার্জ S1 আনে সংস্থা, যা Mi স্মার্টফোনে ইন্সটল করা হয়। যদিও এই সার্জ S1 খুব একটা গেম চেঞ্জর ছিল না। তাই বিগত কয়েক রিসার্চ ও ডেভেলপমেন্ট বিভাগে ব্যাপক বিনিয়োগ করছে চিনের সংস্থাটি। ইতিমধ্যে সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারদের একটি আলাদা টিম গঠন করেছে শাওমি।

আশা করা হচ্ছে, স্মার্টফোন, ট্যাবলেট এবং হোম অ্যাপ্লায়েন্সের জন্য শীঘ্রই নিজস্ব প্রসেসর বাজারে ছাড়তে পারে শাওমি।

Show Full Article
Next Story