এমাসেই দেশে চালু হবে 5G পরিষেবা, কোন কোন স্মার্টফোনে এই নেটওয়ার্ক ব্যবহার করা যাবে?

বহুদিনের অপেক্ষার পর এবার সম্ভবত ভারতীয়দের ধরাছোঁয়ার মধ্যে আসতে চলেছে 5G (৫জি) নেটওয়ার্ক। আসলে সম্প্রতি বহু চর্চিত 5G স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে Jio, Airtel-এর মত প্রধান টেলিকম সংস্থাগুলি ঘোষণা করেছে যে, চলতি মাসে অর্থাৎ আগস্টেই দেশে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা চালু হবে। কিন্তু পরিষেবা চালু হলেই যে সবাই এটি ব্যবহার করতে পারবেন তা নয়, কারণ বিদ্যমান নেটওয়ার্কগুলির তুলনায় 5G বেশ ব্যয়বহুল হবে। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এই পরিষেবাটি ব্যবহার করার জন্য হাতের ফোনটিও 5G সমর্থিত হতে হবে৷ 

এমনিতে বিগত দুই বছরে বিভিন্ন ব্র্যান্ড নানাবিধ ৫জি স্মার্টফোন চালু করেছে। ফলে আপনি চাইলেই ইচ্ছেমত দাম দিয়ে এই নেটওয়ার্ক সাপোর্টযুক্ত কোনো না কোনো হ্যান্ডসেট কিনতে পারবেন। কিন্তু তাও যদি আপনি বিশদে জানতে চান, যে কোন কোন স্মার্টফোনে ৫জি ব্যবহার করা যাবে তাহলে এই প্রতিবেদনে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। কারণ এখানে আমরা ফোনের হার্ডওয়্যার স্পেসিফিকেশনের ভিত্তিতে এবং ব্র্যান্ড/মডেল অনুযায়ী কোন ফোনে ৫জি চলবে তা আলোচনা করব। 

কোন ধরণের স্মার্টফোন 5G সাপোর্ট করে?

মুঠোফোনে ৫জি সাপোর্ট পেতে গেলে তাতে সামঞ্জস্যপূর্ণ প্রসেসর থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কোয়ালকম স্ন্যাপড্রাগন (Qualcomm Snapdragon) ৮৬৫, স্ন্যাপড্রাগন ৮৬৫+, স্ন্যাপড্রাগন ৮৭০, স্ন্যাপড্রাগন ৮৮৮, স্ন্যাপড্রাগন ৮৮৮+, স্ন্যাপড্রাগন ৮ জেন ১, স্ন্যাপড্রাগন ৮+ জেন ১-এর মত উন্নত প্রসেসর চালিত ফোনে সহজেই ৫জি ব্যবহার করা যাবে। আবার যদি আপনার ফোনে স্ন্যাপড্রাগন ৭৭৭, স্ন্যাপড্রাগন ৭৭৭জি, স্ন্যাপড্রাগন ৭৭৮+, স্ন্যাপড্রাগন ৭৬৮, স্ন্যাপড্রাগন ৭৬৮জি, স্ন্যাপড্রাগন ৭৬৮, স্ন্যাপড্রাগন ৭৬৮জি, স্ন্যাপড্রাগন ৭৬৫, স্ন্যাপড্রাগন ৭৬৫জি, স্ন্যাপড্রাগন ৭৫০, স্ন্যাপড্রাগন ৭৫০জি, স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট থাকলে আপনি স্বচ্ছন্দে ৫জির মজা উপভোগ করতে পারবেন।

তবে মিডিয়াটেক: মিডিয়াটেক (MediaTek)-এর ক্ষেত্রে কেবল ডাইমেনসিটি (Dimensity) সিরিজের ডাইমেনসিটি ৭০০ থেকে ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর চালিত ফোনগুলি এই নেটওয়ার্ক সাপোর্ট করবে। অন্যদিকে স্যামসাং এক্সিনস (Exynos) ৯৮২০, এক্সিনস ৯৮২৫, এক্সিনস ৯৯০, এক্সিনস ২১০০, এক্সিনস ২২০০ ভিত্তিক হ্যান্ডসেটগুলিও এই তালিকায় থাকবে।।
 
এই ফোনগুলি কিনলে ব্যবহার করতে পারবেন 5G

Apple iPhone: iPhone 12 সিরিজ, iPhone 13 সিরিজ, iPhone SE 2022

Android স্মার্টফোন:

১. Samsung – Galaxy S সিরিজ (S20 এবং তার পরবর্তী), Galaxy S20 FE 5G, Galaxy S21 FE 5G, A সিরিজের নির্বাচিত মডেল, M সিরিজের মডেল।

২. Xiaomi – Xiaomi 12 সিরিজ, Xiaomi 11 সিরিজ, Mi 10 সিরিজ, Redmi Note 11 Pro+, Redmi Note 11T, Redmi Note 10T।

৩. Realme – Realme GT সিরিজ, Realme GT 2 সিরিজ, Realme X7, Realme X7 Max, Realme X7 Pro, Realme Narzo 50 5G, Realme Narzo 30 5G, Realme 8/8s/8 Pro 5G, Realme 9/ 9 Pro 5G।

৪. OnePlus – OnePlus 8 সিরিজ, OnePlus 9 সিরিজ, OnePlus 10 সিরিজ, OnePlus Nord সিরিজ।

৫. Poco – Poco F4 5G, Poco M4 5G, Poco M4 Pro 5G ফোন।

৬. Oppo – Reno 8 সিরিজ, Reno 7 সিরিজ, Reno 6 সিরিজ, Oppo A সিরিজের নির্বাচিত মডেল, K সিরিজ, F সিরিজের ফোন।

৭. Vivo – V21, V21e, V23 সিরিজ , T1 সিরিজ, X60 সিরিজ, X70 সিরিজ, X80 সিরিজ।

৮. iQOO – iQOO 9 সিরিজ, iQOO 7 সিরিজ, iQOO Z5, iQOO Z6, iQOO Z6 Pro মডেল।