রোজ 3 জিবি ডেটা প্ল্যানে Jio-র থেকে বেশি সুবিধা দিচ্ছে Airtel, জানেন তো কোন প্ল্যান

রিচার্জ প্ল্যান নিয়ে Jio এবং Airtel এর মধ্যে সবসময় কঠিন প্রতিযোগিতা চলে। উভয় সংস্থাই গ্রাহকদের প্রলুব্ধ করার জন্য একাধিক প্ল্যান অফার করে। তবে সাধারণত Jio…

Airtel 3Gb Data Rs 449 Prepaid Plan Offering Better Ott Benefits Than Rs Jio 449

রিচার্জ প্ল্যান নিয়ে Jio এবং Airtel এর মধ্যে সবসময় কঠিন প্রতিযোগিতা চলে। উভয় সংস্থাই গ্রাহকদের প্রলুব্ধ করার জন্য একাধিক প্ল্যান অফার করে। তবে সাধারণত Jio কম দামে বেশি সুবিধা দেওয়ার জন্য পরিচিত, যদিও Airtel কাছেও কিছু প্ল্যান আছে যেগুলি জিওকে টেক্কা দেবে। আজ আমরা এই দুটি সংস্থার 449 টাকার প্রিপেড প্ল্যান সম্পর্কে বলবো। একই দামের এই প্ল্যানটি উভয় সংস্থার পোর্টফোলিওতে উপস্থিত রয়েছে। এখানে প্রতিদিন ৩ জিবি ডেটা দেওয়া হচ্ছে, তবে ওটিটি সুবিধার দিক থেকে জিওর থেকে কিছুটা এগিয়ে থাকবে এয়ারটেল।

Jio-র 449 টাকার প্ল্যান

জিও-র 449 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এখানে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন 3 জিবি করে ডেটা পাওয়া যাবে। আবার যোগ্য গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবেন।

এছাড়া সংস্থাটি সারা দেশে সমস্ত নেটওয়ার্কে প্রতিদিন 100 টি ফ্রি এসএমএস এবং সীমাহীন কলিংয়ের সুবিধা দেয়। জিও-র এই প্ল্যানে অতিরিক্ত সুবিধা হিসেবে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড বিনামূল্যে ব্যবহার করা যায়।

449 টাকার এয়ারটেল প্ল্যান

এয়ারটেল এই প্রিপেড প্ল্যান 28 দিনের বৈধতা দেয়। এখানে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন 3 জিবি ডেটা পাওয়া যাবে। আবার আপনি যদি এয়ারটেলের 5G নেটওয়ার্ক এলাকায় থাকেন তবে আপনি আনলিমিটেড 5G ডেটাও পাবেন। এখানে প্রতিদিন 100 টি ফ্রি এসএমএস সহ সীমাহীন কলিংয়ের সুবিধাও মিলবে।

এই প্ল্যানটি এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়ামের সাথে এসেছে। এতে আপনি 22টিরও বেশি ওটিটি অ্যাপের বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। আর তিন মাসের জন্য অ্যাপোলো 14/7-এর বেনিফিট পাওয়া যাবে।